fbpx
হোম আন্তর্জাতিক যেখানে পৌঁছাতে পারেনি করোনার থাবা
যেখানে পৌঁছাতে পারেনি করোনার থাবা

যেখানে পৌঁছাতে পারেনি করোনার থাবা

0

করোনা ভাইরাসে ইউরোপের দেশ ইতালি যেনো এক মৃত্যুপুরীর দেশে পরিণত হয়েছে। প্রতিদিন বেড়েই চলছে মৃত্যু সংখ্যা। যা রীতিমত বিস্মিত হওয়ার মত।

ইতালির এমন কোনো প্রদেশ নেই যেখানে করোনা থাবা পড়েনি। কিন্তু এমন এক প্রদেশ আছে যেখানে করোনাে এখনো প্রবেশ করেনি। এমনি এক খবর দিয়েছেন স্থানীয় এক সংবাদমাধ্যম। সেটি হচ্ছে ইতালির ইসেরনিয়া প্রদেশ। এই ঘটনায় একদিকে যেমন আনন্দিত তেমনি প্রতিদিন মৃত্যুর খবরে বিস্মিত সবাই। ওই শহরটিতে ৮৩ হাজার বাসিন্দা বসবাস করেন। মোট পৌরসভা ৫২টি। যার আয়তন ৫৪ হাজার ৩৮ কিলোমিটার।

ইতালির একমাত্র এ প্রদেশের বাসিন্দারা মহামারির প্রথম থেকে দেড় মাসের মধ্যে কেউ করোনা পজিটিভ শনাক্ত হয়নি। যা ইতালিসহ বিভিন্ন দেশেও বেশ আলোচিত। যদিও তারা অবরোধের বাইরে নেই। প্রদেশটির মেয়র জাকোমো বলেন, চলুন আমরা সবাই শান্তিতে থাকি। ৬৯ বছর বয়সী মেয়র একজন হিসাবরক্ষক। সেখানে বয়স্কদের জন্য বাসায় খাবার পৌঁছে দেয়া হয়। ওই এলাকার কিছু শিক্ষার্থী করোনায় বিভিন্ন শহরে সেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন।

Like
Like Love Haha Wow Sad Angry
34

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *