fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা যুবলীগ নেতা সম্রাটের খোঁজ মিলছে না
যুবলীগ নেতা সম্রাটের খোঁজ মিলছে না

যুবলীগ নেতা সম্রাটের খোঁজ মিলছে না

0

ক্যাসিনো কেলেঙ্কারিতে বার বার নাম আসা যুবলীগ নেতা সম্রাটেরও খোঁজ মিলছে না কোথাও। র‌্যাব বলছে, চলমান অভিযানে কোন ব্যক্তি মুখ্য নয়। একটি পক্ষ গুজব ছড়িয়ে অভিযানকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।

১৮ সেপ্টেম্বর রাজধানীতে শুরু হয় র‌্যাবের ক্যাসিনোবিরোধী অভিযান। ক্যাসিনো ব্যবসায় জড়িত বেশ কয়েকজন আইনের আওতায় এলেও ধরাছোঁয়ার বাইরে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ঈসমাইল হোসেন সম্রাট।

অভিযানের প্রথম দিন নেতাকর্মীদের নিয়ে কাকরাইলের অফিসে অবস্থান নিলেও এরপর থেকে লাপাত্তা তিনি। বাসা ,অফিস কোথাও খোঁজ নেই তার। সম্রাট যাতে দেশের বাইরে যেতে না পারে সেজন্য সতর্কতা জারি করা হয়েছে। জব্দ করা হয়েছে সম্রাট ও তার পরিবারের সব ব্যাংক অ্যাকাউন্ট।

আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও পাওয়া যাচ্ছে না সম্রাটের সঠিক তথ্য।

র‌্যাব বলছে, একটি পক্ষ সম্রাটকে নিয়ে গুজব ছড়িয়ে অভিযানকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তাদেরকে শনাক্তে কাজ চলছে।

র‍্যাব-১ এর পরিচালক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম বলেন, গুজব তৈরি হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ধরনের গুজব সৃষ্টিকারী যারা আছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, ক্যাসিনোবিরোধী অভিযানে একজন ব্যক্তি মুখ্য নয়। যারাই জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

তিনি আরো বলেন, যদি কোন বা কারো নাম এখানে থাকে তাহলে সবাইকে ধরা হবে সেরকম নির্দেশ আমাদের দেয়া আছে।

অভিযান শিথিল হওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *