fbpx
হোম আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মুয়াজ্জিনের মৃত্যু; আক্রান্ত ১ লাখ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মুয়াজ্জিনের মৃত্যু; আক্রান্ত ১ লাখ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মুয়াজ্জিনের মৃত্যু; আক্রান্ত ১ লাখ

0

কোভিড-১৯ করোনা ভাইরাসে চীন, স্পেন ও ইতালিকে পিছনে ফেলে যুক্তরাষ্ট্রে ১ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে।

বিগত ৩ দিনে দেশটিতে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে। এর মধ্যে মারা গেছেন ১৭৩১ জন। আক্রান্তের সংখ্যা সারাদেশের প্রায় অর্ধেক নিউইয়র্ক অঙ্গরাজ্যে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪ হাজার ৩৫৫জন। যদিও মাসের শুরুতে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ১০০ জন।

ডিসেম্বরে শেষের দিকে চীনের উহান শহরে ভাইরাসটির উদ্ভব হয়েছিল। এর পর থেকে এটি বিশ্বের প্রায় প্রতিটি দেশে অর্ধ মিলিয়নেরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। জ্যামিতিক হারে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে।

এদিকে নিউইয়র্কের জ্যাকসন হাইটস(খাবার বাড়ি) মসজিদের মুয়াজ্জিন সহ আরো ৪ বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। শুক্রবার সকালে Elmhurst Hospital NY শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুয়াজ্জীন বাবলু আহমেদ । গত ১৩ মার্চ শুক্রবার জ্যাকসন হাইটস মসজিদে শেষ জুম্মার আজান ও বক্তব্য দিয়েছিলেন তিনি।

Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *