fbpx
হোম আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে পার্টির আয়োজন করে করোনা ছড়াচ্ছে!
যুক্তরাষ্ট্রে পার্টির আয়োজন করে করোনা ছড়াচ্ছে!

যুক্তরাষ্ট্রে পার্টির আয়োজন করে করোনা ছড়াচ্ছে!

0

চীন থেকে উৎপত্তি হলেও প্রাণঘাতী করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সেই দেশে কি না পার্টি দিয়ে ছড়ানো হচ্ছে করোনা ভাইরাস।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের সিয়াটোলের দক্ষিণ-পূর্বে অবস্থিত ওয়াল্লা ওয়াল্লা কাউন্টিতে প্রায় ১০০ জনের মত করোনা রোগী পাওয়া গেছে। যাদের মধ্যে অনেকেই পার্টির আয়োজন করে করোনা ভাইরাস ছড়াচ্ছেন। সুস্থ মানুষকে ভাইরাসে আক্রান্ত করাই তাদের মূল লক্ষ্য বলে ওই রোগীরা জানিয়েছেন ।

এ বিষয়ে ওয়াল্লা ওয়ালা কমিউনিটের স্বাস্থ্য পরিচালক মেঘান ডিবোল্ট বলেন, আক্রান্তদের মধ্যে অনেকেই পার্টির আয়োজন করে করোনা ভাইরাস ইচ্ছা করেই ছড়াচ্ছেন। আমরা জানিনা কি হচ্ছে। আমরা রোগীদের কাছ থেকেই এমনটি শুনেছি।

এর আগেও যুক্তরাষ্ট্রে করোনা পার্টির খবর প্রকাশিত হয়েছিল। গত মার্চে যুক্তরাষ্ট্রের ক্যান্টাকির গভর্নর অ্যান্ডি বেশেয়ার জানিয়েছিলেন যে এক ব্যক্তি করোনা পার্টিতে অংশ নিয়ে আক্রান্ত হয়েছেন।

এদিকে বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যে এই পার্টির বিষয়ে সতর্কবার্তা জারি করেছেন কর্মকর্তারা। এ বিষয়ে ওয়াশিংটন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জন ওয়াইজম্যান একটি বিবৃতিতে বলেন, এই ভাইরাসের বিষয়ে এখনো আমরা অনেক কিছুই জানিনা। এই মহামারির সময়ে দলবদ্ধ হওয়া মারাত্নক বিপজ্জনক হতে পারে এবং এতে হাসপাতালে ভর্তি এমনকি মৃত্যুর ঝুঁকিও আছে।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ লাখেরও বেশি মানুষ। মারা গেছেন ৭৩ হাজার ৯৫ জন।

 

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *