fbpx
হোম আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের মিনেসোটায় প্রথমবারের মতো লাউডস্পিকারে চলছে আযান ধ্বনি !
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় প্রথমবারের মতো লাউডস্পিকারে চলছে আযান ধ্বনি !

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় প্রথমবারের মতো লাউডস্পিকারে চলছে আযান ধ্বনি !

0

এ এক অবাক ব্যাপারই । করোনা যে কত কিছু দেখাচ্ছে পৃথিবীকে! তা আর বলার অপেক্ষা রাখেনা ।

যুক্তরাষ্ট্রের মিনেসোটা রাজ্যের রাস্তায় এই প্রথমবারের মতো লাউড স্পিকারে শোনা যাচ্ছে আযানের ধ্বনি। মিনেসোটা রাজ্যের মিনিয়াপোলিসের এক মুসলিম কমিউনিটিতে গত বৃহস্পতিবার রাত থেকেই পবিত্র রমজান উপলক্ষে আজান প্রচারিত হচ্ছে। সেখানে গত শুক্রবারেও প্রচারিত হয়েছে আজানের ধ্বনি। এখন থেকে পবিত্র রমজান মাস জুড়ে প্রতিদিন পাঁচবার প্রতিধ্বনিত হবে এই সুর।

আলজাজিরায় প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও অন্যান্য দেশগুলোতে আজান প্রচারিত হলেও যুক্তরাষ্ট্রের মুসলিম কমিউনিটিগুলোতে এতদিন শুধু মসজিদের ভেতরেই আজান দেয়া হতো। এখন রাস্তায় শোনা যাচ্ছে আযানের আওয়াজ।

দারুল হিজরাহ মসজিদ বোর্ডের ইমাম আবদিসালাম আদম বলেন, ‘এটি অবশ্যই সকলের জন্য আনন্দের সংবাদ। তিনি আরো বলেন, আগে আজান এতো জোরে প্রচারিত হতো না। আমার জীবদ্দশায় আমি এটি দেখে যেতে পারব তা ভাবিনি।’

আমেরিকান ইসলামিক মিনেসোটা কাউন্সিলের নির্বাহী পরিচালক জেলানি হুসেনের মতে, শহরের আশেপাশে মসজিদেগুলো থেকে নামাজের এই আহ্বান মিনিয়াপলিসের সিডার রিভারসাইড পাড়ায় বসবাসরত হাজার হাজার মুসল্লির কাছে পৌঁছে যাবে।

তিনি আরো জানান, বহু বছর ধরে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। এই করোনা মহামারিতে সবাই ঘরে বন্দী থাকায় তাদের ইবাদতের সুবিধার জন্য এটি এ বছর থেকে চালু করা হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারিতে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন তিন হাজার ১৮৫ জন ও মারা গেছেন ২২১ জন।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *