fbpx
হোম প্রবাস ম্যানহাটনের আইকন আর্ট গ্যালারিতে বাংলাদেশি দুই শিল্পীর প্রদর্শনী
ম্যানহাটনের আইকন আর্ট গ্যালারিতে বাংলাদেশি দুই শিল্পীর প্রদর্শনী

ম্যানহাটনের আইকন আর্ট গ্যালারিতে বাংলাদেশি দুই শিল্পীর প্রদর্শনী

0

নিউইয়র্কের ম্যানহাটনে আইকন কনটেম্পরারি আর্ট গ্যালারিতে বাংলাদেশি দুই শিল্পী প্রমতেশ দাশ পুলক ও নাজমুন নাহার কেয়ার শিল্প কর্মের প্রদর্শনী শুরু হয়েছে ৫ ডিসেম্বর থেকে।

পুলকের প্রদর্শনীর নাম ‘সুগার ব্লেডস’। এই প্রদর্শনীতে বন্দুক ও বুলেটের মধ্যেও যে সৌন্দর্য আছে তা তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পকর্মের মাধ্যমে। অন্যদিকে কেয়ার প্রদর্শনীর নাম ‘আ টেল অব ওয়ান সিটি’। তিনি তার শিল্পকর্মে ঢাকার প্রাচীনত্বের মধ্যে ঐতিহ্য ও সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করেছেন।

নাজমুন নাহার কেয়া জাপান সরকারের স্কলারশিপ নিয়ে জাপানে পড়ালেখা করেন এবং সেখানেই তিনি ফটোগ্রাফিতে প্রশিক্ষণ নেন। প্রমতেশ দাশ পুলক ঢাকা ইউনিভার্সিটির ফেকাল্টি অব ফাইন আর্টস থেকে এমএফএ করেন। তিনি ১৯৮০ সালে জন্ম গ্রহন করেন।

উদ্ভোধনী অনুষ্ঠানে নিউইয়র্কের মুলধারার শিল্পানুরাগীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশি এই দুই শিল্পীর প্রদর্শনী চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *