fbpx
হোম আন্তর্জাতিক বুধবার মোদি-মমতা’র বৈঠক,বরফ গলবে কি?
বুধবার মোদি-মমতা’র বৈঠক,বরফ গলবে কি?

বুধবার মোদি-মমতা’র বৈঠক,বরফ গলবে কি?

0

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র সঙ্গে একান্ত বৈঠকে বসতে যাচ্ছেন, মোদির তুখোড় সমালোচক ও অঘোথিস প্রধান প্রতিদ্বন্দ্বি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।   দ্বিতীয় দফার মোদী সরকার ১০০ দিন পার করার পরে প্রধানমন্ত্রীর মুখোমুখি হবেন মমতা । প্রায় আড়াই বছর পরে তাঁদের মধ্যে একান্ত বৈঠক হতে চলেছে। বুধবার বিকেলে দিল্লিতে তাঁদের মধ্যে আলোচনা হওয়ার কথা।

রাজ্যের বিভিন্ন ‘বকেয়া বিষয়’ ও আর্থিক দাবিদাওয়া নিয়েই নরেন্দ্র মোদীর কাছে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সময়ে মোদী-মমতা সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ। কারণ লোকসভা ভোটের আগে বিরোধী জোটের কর্মসূচিতে যোগ দিতে মমতা একাধিক বার দিল্লি গেলেও ‘সরকারি কাজে’ দীর্ঘদিন যাননি। গত মে মাসে মোদীর শপথেও নয়। ঘোষিতভাবেই বিভিন্ন সরকারি বৈঠক তিনি এড়িয়ে গেছেন। গত জুনে নীতি আয়োগের বৈঠক বা ‘এক দেশ এক ভোট’ নিয়ে আলোচনা, কোনও কিছুতেই মমতাকে যোগ দিতে দেখা যায়নি। এমনকি, দেশে ‘সুপার ইমার্জেন্সি’ চলছে বলে দু’দিন আগেই মন্তব্য করেছেন তিনি।

অন্যদিকে, সিবিআই তদন্ত এখন গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে। পুলিশকর্তা রাজীব কুমার রীতিমতো চাপে। সারদা, নারদ মামলায় তলব করা হচ্ছে রাজ্যের একেরপর এক মন্ত্রী ও তৃণমূল নেতাকে। পাশাপাশি রাজ্যের অর্থ ভাণ্ডারে টান পড়েছে। সব মিলিয়ে মোদীর সঙ্গে বৈঠক তাই রাজনৈতিকভাবেও অর্থবহ হতে পারে।

এ বিষয়ে রাজ্য সরকারের একজন মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর বিভিন্ন কাজ থাকে। অনেক দিন জমে থাকা সেই সব কাজ নিয়েই এ বারের সাক্ষাৎকার। এর পিছনে অন্য কোনও কারণ খোঁজা ঠিক নয়। তৃণমূলের শীর্ষ স্তর থেকেও দাবি করা হয়, মমতার দিল্লি সফরে কোনও ‘রাজনৈতিক’ কর্মসূচি নেই।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এনআরসিসহ নানা বিষয়ে মোদি’র সুরকে নরম করতেও সম্ভবত চেষ্টা চালাবেন মমতা। তবে সবারই একই প্রশ্ন, বরফ গলবে কি?

 

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *