fbpx
হোম অন্যান্য মেজর সিনহার সহযোগী শিপ্রা দেবনাথ জামিনে মুক্ত
মেজর সিনহার সহযোগী শিপ্রা দেবনাথ জামিনে মুক্ত

মেজর সিনহার সহযোগী শিপ্রা দেবনাথ জামিনে মুক্ত

0

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান কক্সবাজারে পুলিশের গুলিতে নিহতের পর মাদক মামলায় গ্রেফতার হওয়া শিপ্রা দেবনাথ জামিনে মুক্তি পেয়েছেন।

রোববার (৯ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে বেরিয়ে আসেন শিপ্রা। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন।

এর আগে রামু থানায় করা মামলায় দুপুর ১টার দিকে শিপ্রার জামিন আবেদন মঞ্জুর করেন কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক দেলোয়ার হোসেন। শিপ্রার আইনজীবী অরুপ বড়ুয়া তপু জামিনের বিষয়টি নিশ্চিত করেন।

মেজর সিনহার অপর সহযোগী সাহেদুল ইসলাম সিফাতের জামিন আবেদনের শুনানির দিন সোমবার (১০ আগস্ট) নির্ধারণ করা হয়েছে। তারা দুজনই স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী। শিপ্রা দেবনাথের বাড়ি কুষ্টিয়ার মিরপুর থানা এলাকায়। মা-বাবাকে নিয়ে ঢাকার রামপুরা এলাকার একটি ভাড়া বাসায় থাকেন তিনি।

উল্লেখ্য, গত ৩ জুলাই স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের তিন শিক্ষার্থীসহ ইউটিউব চ্যানেলের জন্য ভ্রমণ ভিডিও তৈরি করতে কক্সবাজার যান সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর গত ৩১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন তিনি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *