fbpx
হোম রাজনীতি মুজিববর্ষ অনুষ্ঠানে মোদি আসবেন: কাদের
মুজিববর্ষ অনুষ্ঠানে মোদি আসবেন: কাদের

মুজিববর্ষ অনুষ্ঠানে মোদি আসবেন: কাদের

0

ভারত আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় বন্ধু উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মুজিববর্ষের অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসবেন। আর তাকে বাদ দিয়ে মুজিববর্ষের কথা ভাবা যায় না। কারণ তারা আমাদের স্বাধীনতার মিত্রপক্ষ। তাদের বাদ দিয়ে মুজিববর্ষ পূর্ণতা পাবে না।

বুধবার সকালে ধানমণ্ডি আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে জেলা সভাপতি ও সম্পাদকদের হাতে দলের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র বই বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আর যারা নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করেন তারা প্রকৃতপক্ষে মুজিববর্ষেরই বিরোধিতা করে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার দেশের স্বার্থ বিক্রি করে ভারতের সাথে সম্পর্ক রাখে না বরং যারা মুজিববর্ষের বিরোধিতা করছে তারাই (বিএনপি) ক্ষমতায় থাকাকালে তিস্তা চুক্তির কথা ভুলে গিয়েছিল।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, মতিয়া চৌধুরীসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *