fbpx
হোম আন্তর্জাতিক মিয়ানমার সেনাবাহিনীর ওপর গেরিলা হামলার আহ্বান !
মিয়ানমার সেনাবাহিনীর ওপর গেরিলা হামলার আহ্বান !

মিয়ানমার সেনাবাহিনীর ওপর গেরিলা হামলার আহ্বান !

0

দেশবাসীকে ‘গেরিলা’ কায়দায় প্রতিবাদ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদী আন্দোলনকারীরা। এর আগে রাতভর মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভকারীদের নেতা খিন সদর এক ফেসবুক পোস্টে লেখেন, আগামীকাল (শুক্রবার) আমরা বাস স্টপগুলোতে ফুল রেখে আসবো। তিনি বলেন, সামনের দিনগুলোতে সড়কে আরও বিক্ষোভ হবে। যত বেশি সম্ভব গেরিলা আঘাত হানুন। আমাদের সঙ্গে যোগ দিন।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, অভ্যুত্থান-বিরোধী বিভিন্ন গোষ্ঠী এখন নিজেদের মধ্যে রেডিও তরঙ্গ, অফলাইন ইন্টারনেটের কায়দাকানুন ও মোবাইল বার্তার মাধ্যমে নিউজ অ্যালার্ট সরবরাহকারীদের নাম্বার বিনিময় করে ইন্টারনেট ব্ল্যাকআউটকে পাশ কাটানোর চেষ্টা করছে।

কর্তৃপক্ষ নতুন বিধিনিষেধ দেওয়ার পর থেকে দেশটিতে এখন কেবল ফিক্সড-লাইনেই ইন্টারনেট সেবা চালু আছে, তারবিহীন ব্রডব্যান্ড যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ইন্টারনেট নিয়ে নতুন এ আদেশের বিষয়ে টেলিকম কোম্পানিগুলোর কাছে কোনও ব্যাখ্যা দেয়নি সামরিক জান্তা। অভ্যুত্থান-বিরোধী আন্দোলন দমনে এর আগে তারা মোবাইল ডাটায় নিষেধাজ্ঞা দিয়েছিল।
Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *