fbpx
হোম আন্তর্জাতিক মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করবে গাম্বিয়া
মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করবে গাম্বিয়া

মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করবে গাম্বিয়া

0

২০১৭ সালের ২৫ শে আগস্টের পর বাংলাদেশে পালিয়ে আসে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরনার্থী । গত দুই বছরে একজন রোহিঙ্গাও ফিরতে পারেনি মিয়ানমারে। মিয়ানমার সেনাবাহিনীর বর্বর নির্যাতনের মুখে সে সময় বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গারা।

দীর্ঘ সময় মিয়ানমারের এমন অসহযোগিতামূলক আচরণের বিরুদ্ধে এবার আন্তর্জাতিক আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে গাম্বিয়া।

এর আগে গাম্বিয়ার আইনমন্ত্রী আবু বাকার মারি তামবাদু গণহত্যার দায়ে মিয়ানমারকে আইনের আওতায় আনতে শিগগিরই নেদারল্যান্ডসকে আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলা করার নির্দেশ দিয়েছিলেন।
ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে
তামবাদু বলেন, ‘আমি যখন কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে যাই, তখন দূর থেকেই গণহত্যার দুর্গন্ধ পেয়েছি। রুয়ান্ডায় চালানো গণধর্ষণ, হত্যা এবং গণহত্যার এক দশক পর রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার এই দুর্গন্ধ আমার কাছে পরিচিতই মনে হচ্ছে।’

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বিচারিক আদালতে এই মামলা করার জন্য ৪ অক্টোবর আমি আইনজীবীদের নির্দেশনা দিয়েছি। আমরা মামলার নির্দেশ দিয়েছি। মামলা সবরকম প্রস্তুতি নেয়া হয়েছে। আমি জানি, মিয়ানমারের নাগরিকরা কতটা অসহায় হয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে। কক্সবাজার পরিদর্শনকালে তাদের করুণ দশা শুনেছি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *