fbpx
হোম আন্তর্জাতিক মার্কিন ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের কর্মী করোনায় আক্রান্ত
মার্কিন ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের কর্মী করোনায় আক্রান্ত

মার্কিন ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের কর্মী করোনায় আক্রান্ত

0

ইতালিতে মার্কিন ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের দুই কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার রাতে অ্যামাজন জানিয়েছে, ইতালির মিলান শহরে প্রতিষ্ঠানটির দুই কর্মীর শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে। তাদের বর্তমানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

অ্যামাজনের মুখপাত্র প্যান পারলেট বলেন, মিলানে থাকা করোনায় আক্রান্ত কর্মীদের আমরা সহযোগিতা করে যাচ্ছি। তারা বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন।

বিশ্বের সর্ববৃহৎ এই অনলাইন বিক্রেতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে তাদের কোনো কর্মী এখনও করোনায় আক্রান্ত হয়েছে কিনা সে বিষয়টি তারা এখনও জানেন না।

এর আগে গত শুক্রবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি তাদের কর্মীদের নিজের এলাকা ছেড়ে যুক্তরাষ্ট্রের অন্য কোথাও বা যুক্তরাষ্ট্রের বাইরে অপ্রয়োজনী সফর বন্ধ রাখার বিষয়ে সতর্ক করেছে।

ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে করোনাভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশি বেড়ে গেছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬৯৪ এবং মৃত্যু হয়েছে ৩৪ জনের।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *