fbpx
হোম আন্তর্জাতিক মার্কিন ইহুদিদের কাছে ইসরাইল ‘জাতিবিদ্বেষী’ রাষ্ট্র
মার্কিন ইহুদিদের কাছে ইসরাইল ‘জাতিবিদ্বেষী’ রাষ্ট্র

মার্কিন ইহুদিদের কাছে ইসরাইল ‘জাতিবিদ্বেষী’ রাষ্ট্র

0

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইল গণহত্যা চালাচ্ছে বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্রের ২২ শতাংশ ইহুদি নাগরিক। এছাড়া ২৫ শতাংশ বিশ্বাস করে যে, ইসরাইল একটি অ্যাপার্থেইড বা ‘জাতিবিদ্বেষী’ রাষ্ট্র। সাম্প্রতিক গাজা-ইসরাইল সংঘাতের পর জুয়িশ ইলেক্টোরেট ইন্সটিটিউট (জেইআই) অনুমোদিত একটি জরিপে এমন তথ্য উঠে এসেছে। মঙ্গলবার এ খবর দিয়েছে বার্তা সংস্থা জুয়িশ টেলিগ্রাফিক এজেন্সি (জেটিএ)।
খবরে বলা হয়, জেইআই’র জরিপে দেখা গেছে, ইসরাইলের বিরুদ্ধে সবচেয়ে কঠোর সমালোচনাগুলোর সঙ্গে একমত ইহুদি মার্কিন নাগরিকদেরই একটি গোষ্ঠী। গত ২৮শে জুন থেকে ১লা জুলাইয়ের মধ্যে ৮০০ মার্কিন ইহুদি ভোটারের উপর জরিপটি চালিয়েছে জিবিএও স্ট্র্যাটেজিস। জরিপ অনুসারে, ৩৪ শতাংশ মার্কিন ইহুদি বিশ্বাস করেন, ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলের আচরণ যুক্তরাষ্ট্রে বর্ণবাদের সামিল।

জরিপে দেখা যায়, তুলনামূলকভাবে তরুণ মার্কিন ইহুদিদের মধ্যে ইসরাইলের সমালোচনার হার বেশি। উদাহরণস্বরূপ, ‘ইসরাইলের অস্তিত্বের অধিকার নেই’ বলে মনে করেন ৯ শতাংশ মার্কিন ইহুদি! কিন্তু ৪০ বছরের কম বয়সীদের মধ্যে এই বক্তব্যের সঙ্গে একমতপোষণকারীর হার ২০ শতাংশ। এছাড়া, এক-তৃতীয়াংশ তরুণ ভোটারের মতে, ফিলিস্তিনিদের উপর গণহত্যা চালাচ্ছে ইসরাইল।

এক-তৃতীয়াংশের বেশি তরুণ ভোটার মনে করে, ইসরাইল একটি জাতিবিদ্বেষী দেশ।
জরিপে উঠে আসা উপাত্তগুলো গুরুত্বপূর্ণ। কেননা, ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসনামলে ইসরাইল থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের ইহুদি কমিউনিটি। তবে দেশটির নতুন সরকার মার্কিন ইহুদিদের সঙ্গে পুনরায় সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে। এছাড়া, জরিপটি এমন সময় প্রকাশ করা হয়েছে, যখন মূলধারার ইসরাইলপন্থি সংগঠনগুলো ইসরাইলকে ইহুদি পরিচয়ের জন্য আবশ্যক করে তুলতে চাইছে ও অনেকক্ষেত্রে ইসরাইলের সমালোচনা ইহুদীভীতি হিসেবে বিবেচিত হয়।
জরিপে ৩৮ শতাংশ অংশগ্রহণকারী জানান, তারা ইসরাইলের প্রতি টান অনুভব করেন না। গত মে মাসে প্রকাশিত ৪৭০০ মার্কিন ইহুদির উপরে চালানো পিউ রিসার্চের এক জরিপেও এক্ষেত্রে একই হার দেখা গেছে।

জেইআই’র জরিপে দেখা যায়, ৬১ শতাংশ মার্কিন ইহুদি ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের সমাধান হিসেবে দ্বি-রাষ্ট্র সমাধানকে সমর্থন করে। কিন্তু ১৯ শতাংশ অংশগ্রহণকারী জানান, তারা পশ্চিম তীরের অধিগ্রহণ ও ফিলিস্তিনিদের জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার অধিকার হরণ করতে চান। তবে ২০ শতাংশ জানান, তারা ইসরাইল, পশ্চিম তীর ও গাজা মিলে একটি রাষ্ট্র চান, যেটি ইহুদি রাষ্ট্রও হবে না; ফিলিস্তিনি জাতীয়তাবাদী রাষ্ট্রও হবে না।

এদিকে, সাম্প্রতিক সহিংসতার সময় ইসরাইলকে অনুদান দেওয়া বন্ধের আহ্বান জানিয়েছেন বেশ কয়েকজন মার্কিন আইনপ্রণেতা। ওই প্রসঙ্গে, ৭১ শতাংশ মার্কিন ইহুদি জানান, ইসরাইলকে আর্থিক সহায়তা প্রদান করা ‘গুরুত্বপূর্ণ’। ৫৮ শতাংশ জানান, ইসরাইলকে যুক্তরাষ্ট্রের অর্থ প্রদানের ক্ষেত্রে শর্তারোপ করা উচিৎ যাতে দেশটি অবৈধ ইহুদী বসতি স্থাপনে সে অর্থ ব্যয় না করতে পারে। বাইডেন প্রশাসনের প্রতি সন্তুষ্ট বেশিরভাগ ইহুদি মার্কিনি। প্রায় ৬২ শতাংশ ইহুদি ভোটারই বাইডেনের ফিলিস্তিনে মার্কিন সহায়তা পুনরায় চালু করার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে। এমনকি তাদের ৬৮ শতাংশই আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনেও ডেমোক্র্যাটদের সমর্থন দেবেন বলে জানান।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *