fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা মানা হচ্ছেনা নিয়ম, চরম আতঙ্কে ফেরিঘাটের কর্মচারীরা
মানা হচ্ছেনা নিয়ম, চরম আতঙ্কে ফেরিঘাটের কর্মচারীরা

মানা হচ্ছেনা নিয়ম, চরম আতঙ্কে ফেরিঘাটের কর্মচারীরা

0

দক্ষিণ-পশ্চিমঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে করোনা ভাইরাসের ঝুঁকি উপেক্ষা করে ও সামাজিক দূরত্ব না মেনে আজও নদী পার হচ্ছেন শত শত যাত্রী। দৌলতদিয়া ফেরি ঘাটে এমন চিত্র প্রায়ই দেখা যাচ্ছে।

গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জেলা থেকে যাত্রীরা দৌলতদিয়া ঘাটে এসে ফেরিতে উঠছেন। এ সময় ঢাকা থেকেও বহু যাত্রীকে আসতে দেখা গেছে।

এদিকে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটে কর্মরত ৫ কর্মচারী ও তাদের মেসের রাধুনীসহ ৬ জন করোনায় আক্রান্ত হওয়ায় ঘাটে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহু রনি জানান, জরুরি পণ্যবাহী যানবাহন পারাপারে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমান ৪টি ইউটিলিটি (ছোট) ও ২টি রোরো (বড়) ফেরি চলাচল করছে। আর সেই সুযোগে ঘাটে আসা যাত্রীরা নদী পারাপার হচ্ছেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *