fbpx
হোম অন্যান্য মাথায় তীর ঢোকার পরও বেঁচে আছে হরিণটি
মাথায় তীর ঢোকার পরও বেঁচে আছে হরিণটি

মাথায় তীর ঢোকার পরও বেঁচে আছে হরিণটি

0

শিকারীর ছোঁড়া তীর আঘাত হেনেছিল হরিণটির মাথায়। মাথা এফোড় ওফোড় করে দিয়ে ঢুকে পড়েছিল ভেতরে। কিন্তু এরপরও দিব্যি বেঁচে রয়েছে সেই হরিণ। সম্প্রতি এমনই একটি ছবি বেশ সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। কানাডার ওন্টেরিওতে ঘটা এই ঘটনার ছবিটি তুলেছেন আলোকচিত্র শিল্পী লি-অ্যান কার্ভার।

গত ১০ ডিসেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করে তিনি জানান, হরিণটিকে তিনি দীর্ঘ তিন বছর ধরে চেনেন। এটি তার বেশ ভালো বন্ধু, তাই তিনি হরিণটিকে আদর করে ক্যারট বলে ডাকেন। কিন্তু গত সপ্তাহে যখন ক্যারট তার বাসার কাছে আসে, তখন তিনি ও তার স্বামী ভয়ানক একটি জিনিস লক্ষ্য করেন।

লি বলেন, তার স্বামী ছলছল চোখে এসে তাকে ডাক দেন। তিনি গিয়ে দেখতে পান যে, ক্যারটের মাথা ফুঁটো করে একটি তীর ঢুঁকে আছে।

লি জানান, এটা দেখে তিনি হতবাক হয়ে যান এবং তার চোখে পানি চলে আসে। তবে হরিণটি অন্য সময়ের মতই স্বাভাবিক আচরণ করছিল। তার চলাফেরায় কোনো ব্যাথা কাতরতা বা অসুস্থতার লক্ষণ ছিল না। এছাড়া হরিণটির মাথায় কোনো রক্তক্ষরণও হচ্ছিলো না।

তারা লক্ষ্য করে দেখেন যে, তীরটি হরিণটির মাথার পেছনের অংশের পাশে আঘাত করায় মস্তিস্ক রক্ষা পেয়েছে। যার কারণে বেঁচে গেছে ক্যারট।

ফেসবুকে শেয়ার করা পোস্টটিতে তিনি সবাইকে হরিণ শিকার না করা ও বন্যপ্রাণীর প্রতি সদয় হওয়ার আহ্বান জানিয়েছেন।

 

 

সূত্র: উইয়ন নিউজ, দ্য গার্ডিয়ান

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *