fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা মাজারের দানবাক্স থেকে স্বর্ণ ও টাকা চুরির সময় হাতেনাতে আটক
মাজারের দানবাক্স থেকে স্বর্ণ ও টাকা চুরির সময় হাতেনাতে আটক

মাজারের দানবাক্স থেকে স্বর্ণ ও টাকা চুরির সময় হাতেনাতে আটক

0

সিরাজগঞ্জের শাহজাদপুরের পৌর শহরের দরগাড়ায় অবস্থিত হযরত মখদুম শাহ দৌলা (রহঃ) এর মাজার থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে পালানোর সময় স্থানীয় জনতার হাতে ধরা পড়েছেন দুইজন। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্তদের আটক করে। আটককৃতরা হলেন, মোহন শেখ (৫০) ও ইমরান হোসেন (১৯)।

ঘটনার বিবরণে জানা যায়, গতকাল বুধবার রাত সাড়ে ৯টার সময় মসজিদের মাজারে প্রবেশ করে লোহার রড দিয়ে কাঠের দানবাক্সের পাল্লা ফাঁকা করে জিআই তারের মাধ্যমে ভিতর থেকে টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে বের হয়ে যাবার সময় স্থানীয় জনতার সন্দেহ হলে তল্লাশি চালিয়ে তাদের বহনকৃত ব্যাগ থেকে লোহার রড়, বাঁকানো জিআই তার, টাকা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়।

তাৎক্ষণিক খবর দিলে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিসি টিভির ফুটেজে মোহন শেখ ও ইমরান হোসেনকে শনাক্ত করে গ্রেফতার করে নিয়ে যান।উল্লেখ্য, আটককৃত মোহন শেখ উক্ত মসজিদ ও মাজারের নিরাপত্তাকর্মী।

এ ব্যাপারে শাহজাদপুর থানার ওসি (অপারেশন এন্ড কমিউিনিটি পুলিশিং) মোঃ আসলাম হোসেন জানান, মখদুম শাহ দৌলা মসজিদের মুতওয়াল্লী খন্দকার খাজা মোঃ মাসুম বিল্লাহ আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে একটি চুরির মামলা দায়ের করেছেন। আসামীদের আজ বৃহস্পতিবার কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *