fbpx
হোম জাতীয় মহেশখালীতে দস্যু বাহিনীর শতাধিক সদস্যের আত্মসমর্পণ শুরু
মহেশখালীতে দস্যু বাহিনীর শতাধিক সদস্যের আত্মসমর্পণ শুরু

মহেশখালীতে দস্যু বাহিনীর শতাধিক সদস্যের আত্মসমর্পণ শুরু

0

ছৈয়দ আলম, কক্সবাজার

কক্সবাজারের মহেশখালীতে জলদস্যু ও অস্ত্র কারিগরদের আনুষ্ঠানিক আত্মসমর্পণ অনুষ্ঠান শুরু হয়েছে। আজ শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর উপস্থিতিতে নিজেদের অস্ত্রশস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করবে মহেশখালী, কুতুবদিয়া ও চকরিয়ার শতাধিক অস্ত্র তৈরির কারিগর, জলদস্যু ও সন্ত্রাসী।

সকাল ১১টায় শুরু হয়েছে আত্মসমর্পণ অনুষ্ঠান। আত্মসমর্পণের জন্য মহেশখালীর কালারমারছড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ। প্রধান ও বিশেষ অতিথিদের হাতে অস্ত্র, গোলাবারুদসহ অন্যান্য সরঞ্জামাদি জমা দিয়ে প্রায় শতাধিক জলদস্যু ও অস্ত্রকারিগররা আত্মসমর্পণ করবে বলে জানিয়েছেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

সুত্র জানিয়েছেন,  প্রায় শ’ খানেক দস্যু-কারবারি পুলিশের সেফ হোমে আশ্রয় নিয়েছেন। তাদের পূর্ণাঙ্গ প্রোফাইল তৈরি করা হয়েছে। তাদের বিরুদ্ধে থাকা মামলাগুলো দ্রুত সমাধানের বিষয়েও আলোচনা হয়েছে প্রশাসনের। স্বাভাবিক জীবনে ফিরতে তাদের আর্থিক অনুদানও দেবে সরকার।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *