fbpx
হোম বিনোদন মসজিদের দায়িত্ব পেয়ে যা বললেন চিত্রনায়ক জায়েদ খান…
মসজিদের দায়িত্ব পেয়ে যা বললেন চিত্রনায়ক জায়েদ খান…

মসজিদের দায়িত্ব পেয়ে যা বললেন চিত্রনায়ক জায়েদ খান…

0

সম্প্রতি চিত্রনায়ক জায়েদ খান মসজিদ কমিটির সভাপতির দায়িত্ব নিয়েছেন।  তাকে জন্মভূমি পিরোজপুরের মাছিমপুরের আল হেরা জামে মসজিদের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার গণমাধ্যমে জায়েদ নিজেই বিষয়টি জানিয়েছেন।  জায়েদ খান নতুন দায়িত্ব পেয়ে বললেন, আল্লাহ আমাকে কবুল করেছে। সিনেমার মানুষ হয়েও মসজিদ কমিটির এ দায়িত্ব পাওয়াকে গর্বের বলে মনে করছেন ঢালিউডের এ নায়ক।

তার উচ্ছ্বসিত হওয়াও স্বাভাবিক।  কারণ, এই মসজিদের সঙ্গে জড়িয়ে আছে তার বাবার স্মৃতি।  জায়েদ বলেন, ‘বাড়ি গিয়ে আমি সারপ্রাইজড।  কারণ  আল হেরা জামে মসজিদ থেকে আমাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়। আমাকে মসজিদ কমিটির সভাপতি করা হয়েছে জানিয়ে আমার হাতে উপহারস্বরূপ জায়নামাজ ও টুপি তুলে দেওয়া হয়।’

জায়েদ আরও বলেন, আমি অভিনয় করিও, অনেকের ধারণা— যারা অভিনয় করে, সিনেমার মানুষ; তারা খারাপ। আমাকে এই পদে নেওয়া হয়েছে, এখন অনেকের ভুল ভাঙবে।  আল্লাহ আমাকে কবুল করেছেন বলেই এমন একটি মর্যাদাকর স্থান পেয়েছি।

জায়েদ খান আরও জানিয়েছেন, ‘আমি দেখলাম মসজিদে খুব গরম, মুসল্লিদের কষ্ট হয়। বলেছি, খুব দ্রুতই দুই টনের একটি এসি (এয়ারকন্ডিশনার) আমি উপহার দেব।’

সভাপতি কেন করা হলো, এমন প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, ‘আসলে আমার কাছেও এটিই প্রশ্ন ছিল। সাধারণত মসজিদ কমিটির সভাপতি বা সেক্রেটারি হন স্থানীয় জনপ্রতিনিধি কিংবা গণ্যমান্য ব্যক্তি।  কিন্তু আমাকে সভাপতি করা হয়েছে কেন, এটি জানতে গিয়ে তারা বলেন, আমার কোনো বাজে অভ্যাস নেই, মদ ও সিগারেট খাই না।  যার কারণে আমাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।’

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *