fbpx
হোম অন্যান্য মরেও শান্তি পাবো নাঃ প্রধানমন্ত্রীকে শফিকুল ইসলাম
মরেও শান্তি পাবো নাঃ প্রধানমন্ত্রীকে শফিকুল ইসলাম

মরেও শান্তি পাবো নাঃ প্রধানমন্ত্রীকে শফিকুল ইসলাম

0

বয়সের ভারে নুইয়ে পরা ৯০ বছর বয়সী এই মানুষটির নাম শফিকুল ইসলাম । বাড়ি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় । পেশায় হোমিও চিকিৎসক ।

দু’চোখের তীক্ষ্ণ নজর আর হাতের তুলিতে আঁকা অসংখ্য ক্যালিগ্রাফি প্রমান করে পুরো হোমিও দোকান ঘর যেন ক্যালিগ্রাফির অঙ্কনে সাজানো ।
কিন্তু সেই ক্যালিগ্রাফিগুলো কিসের? সাধারণ কোন বিষয় নিয়ে এঁকেছেন? মোটেও না । দৃষ্টি নন্দন এ ক্যালিগ্রাফিগুলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বিভিন্ন বক্তব্য মনের দৃষ্টি দিয়ে রাঙ্গিয়েছেন শফিকুল ইসলাম।

ক্যালিগ্রাফিতে অসাধারণভাবে কুরআন ও হাদীসের উদ্ধৃতির সাথে প্রধানমন্ত্রীর একটি বাক্যকে ফুটিয়ে তুলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা – ‘এতিমের অর্থ যারা চুরি করে খেয়েছে, তাদের বিচার হবে।’

কুরআনের বাণী – ‘আর তোমরা এতিমের ধন সম্পদের নিকটবর্তী হওনা।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা – ‘আমি প্রতিদিন ফজরের নামাজ আদায় ও পবিত্র কুরআন শরীফ পড়ার মাধ্যমে দিনের কর্মসূচী শুরু করি।’
হাদিসের বাণি – ‘হে আল্লাহ আমি আপনার ইবাদত করি এবং নামাজ আদায় করি।’

বঙ্গবন্ধুর প্রতি অগভীর ভালোবাসার বহিঃপ্রকাশ করেছেন ভাষণের উদ্ধৃত অংশ দিয়ে – ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব ।’
এভাবেই আরও অনেক বক্তব্যের পাশাপাশি কুরআন ও হাদীসের উদ্ধৃতিও সংগ্রহ করে আসছেন ।

ব্যতিক্রমী এ চিন্তার বিষয়ে ক্যালিগ্রাফার শফিকুল ইসলাম বলেন, কুরআন – হাদিসের আলোকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ভাবাদর্শমূলক উক্তি যা ইসলামের প্রতি তাঁদের একনিষ্ঠ ভালোবাসার বহিঃপ্রকাশ । বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর জীবন ইতিহাসে মিথ্যা কলঙ্কের প্রলেপ যেন কেউ দিতে না পারে সেজন্য আমার ক্ষুদ্র প্রচেষ্টা । বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত এবং সকল কর্মকান্ড যে ইসলাম পরিপন্থি নয় বরং স্বতস্ফুর্ত ও নিখুতভাবে ইসলামের প্রতি উদার, সেটির স্বাক্ষ্য বহণ করার জন্যই ক্যালিগ্রাফি তথা সুন্দর হস্তাক্ষরের মাধ্যমে অঙ্কন ধরি ।

তাই জীবনের শেষ বেলাতে এসে দীর্ঘ ১২ বছর ধরে প্রায় একশ’টিরও বেশী ক্যালিগ্রাফি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার প্রবল ইচ্ছা ব্যক্ত করে ক্যালিগ্রাফির মাধ্যমেই লিখে রেখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমার অঙ্কনকৃত ক্যালিগ্রাফি সমূহ যদি আপনার হাতে তুলে না দিয়ে আমার মৃত্যু হয় তাহলে আমি মরেও শান্তি পাব না ।’

শফিকুল ইসলামের এই স্বার্থবিহীন শেষ ক্যালিগ্রাফি স্বপ্নগুলো যেন প্রধানমন্ত্রীর হাতে গিয়ে পৌঁছে, সেই প্রত্যাশা এখন সকলের ।

Like
Like Love Haha Wow Sad Angry
41

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *