fbpx
হোম জাতীয় মঙ্গলবার নয়াপল্টন থেকেই গণমিছিল বের করবে বিএনপি
মঙ্গলবার নয়াপল্টন থেকেই গণমিছিল বের করবে বিএনপি

মঙ্গলবার নয়াপল্টন থেকেই গণমিছিল বের করবে বিএনপি

0

আগামীকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিল করবে বিএনপি। আজ সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এ সময় খন্দকার মোশাররফ বলেন, পুলিশ ও আওয়ামী লীগের পেটোয়া বাহিনী নজিরবিহীন বর্বরতা চালিয়েছে বিএনপি অফিসে। ফাইলপত্র ও গুরুত্বপূর্ণ নথি, কম্পিউটার, হার্ডডিস্ক, অর্থ লুট, সকল অঙ্গসংগঠনের অফিস ভাঙচুর, জিয়াউর রহমানের ম্যুরাল পর্যন্ত ভেঙে ফেলেছে।

৭ তারিখ অতর্কিত হামলা চালায় পুলিশ। যেভাবে হামলা চালিয়েছে তা বিশ্বে নজিরবিহীন। নিন্দা করার ভাষা নাই উল্লেখ করে তিনি বলেন, অফিস থেকে সিনিয়র নেতাদের গ্রেপ্তার করেছে। ৪ শতাধিক নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে। এসব গ্রেপ্তারের উদ্দেশ্য ছিল ১০ ডিসেম্বরের সমাবেশ পণ্ড করা। মধ্যমপন্থি গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি তাদের কর্মসূচি  পালন করেছে।

তিনি বলেন, এ সরকারের হাত থেকে দেশকে উদ্ধার করতে হবে। জনগণ রায় দিয়েছে। গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ পন্থায় এ সরকারকে প্রতিহতও করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, বিএনপি নেতা আজিজুল বারী হেলাল।

আব্দুল মঈন খান বলেন, পৃথিবীর কোনো সভ্য দেশে এ ধরনের আচরণ হতে পারে না। বিরোধী দলকে যদি নিশ্চিহ্ন করতে হয় তাহলে সরকারের থাকার কি দরকার। আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছি সরকার অবস্থা কতটা নাজুক, কতটা জনবিচ্ছিন্ন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ৭ ডিসেম্বরের তাণ্ডব ২৫শে মার্চের কাল রাতকেও হার মানিয়েছে। এ সরকারের হাত থেকে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, স্বৈরতন্ত্র রুখতে হবে। ১০ ডিসেম্বরের সমাবেশ প্রতিহত করার জন্য এমন কোনো ষড়যন্ত্র নেই যা আওয়ামী লীগ করে নাই। এ সমাবেশ করতে গিয়ে রক্ত ঝরেছে কিন্তু কোনো রক্তই বৃথা যেতে পারে না।

এদিকে বিএনপি চেয়াপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, দুপুর ২টায় এই মিছিল শুরু হবে নয়াপল্টন কার্যালয় সামনে থেকে। পরে হবে সমাবেশ। এতে প্রধান অতিথি থাকবেন খন্দকার মোশাররফ হোসেন। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান।

এর আগে অনুমতি না পেয়ে গত ১০ ডিসেম্বর রাজধানীর বিভাগীয় নয়াপল্টনে করতে পারেনি বিএনপি। পরে শনিবার গোলাপবাগ মাঠে সমাবেশ করে দলটি। সেখান থেকে ১৩ ডিসেম্বর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে সেই নয়াপল্টনেই দেওয়া হয়েছে বিক্ষোভের ডাক।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *