fbpx
হোম করোনা ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে প্রধানমন্ত্রীর চুক্তি হয়েছে
ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে প্রধানমন্ত্রীর চুক্তি হয়েছে

ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে প্রধানমন্ত্রীর চুক্তি হয়েছে

0

মহামারি করোনাভাইরাসের সংক্রমণরোধী ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুক্তি হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি জানিয়েছেন, ‘ভ্যাকসিন উপাদনকারী প্রতিষ্ঠান গ্যাভী’র (গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন) সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুক্তি হয়েছে, কথা হয়েছে। বাংলাদেশ কীভাবে আগে ভ্যাকসিন পেতে পারে, সেই বিষয়ে স্বাস্থ্য অধিদফতরকে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। আমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখছি।’ ইউরোপের অন্যান্য দেশ যে দিন করোনার ভ্যাকসিন পাবে, বাংলাদেশও সেই দিনই ভ্যাকসিন পাবে বলে জানান তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খুরশীদ আলম বলেন, আশংকা আছে শীতে করোনার প্রকোপ বাড়তে পারে। সেজন্য পরিকল্পনা তৈরি করা হবে। করোনায় সারা দেশে বিপুল সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলেও স্বাস্থ্যসেবা ভেঙে পড়ার আশংকা নেই বলেও জানান তিনি।

এর আগে নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাপরিচালক সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এরপর তিনি টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ পরিদর্শন করেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *