fbpx
হোম জাতীয় ভোলার ঘটনায় দেশবাসীর প্রতি ধৈর্য্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
ভোলার ঘটনায় দেশবাসীর প্রতি ধৈর্য্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

ভোলার ঘটনায় দেশবাসীর প্রতি ধৈর্য্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলার ঘটনায় ধৈর্য্যের আহ্বান জানিয়েছেন দেশবাসীর প্রতি। গুজব রটনাকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে ভোলা ইস্যুতে গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে ফেসবুক ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। তিনি এ ব্যাপারে (ভোলা ইস্যু) ধৈর্য্য ধারণ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।’

শেখ হাসিনা বলেন, পুলিশ ওই হিন্দু ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে সাধারণ ডায়েরি করে বলেছে, তার ফেসবুক আইডি ব্যবহার করে হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননা করা হয়েছে। তিনি বলেন, যে মুসলিম ছেলেটি এ কাজটি করেছে তাকেও গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদেরও গ্রেফতার করা হবে। পাশাপাশি যারা এই ইস্যুকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে তাদেরও গ্রেফতার করা হবে।

ভোলার ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, যখনই দেশ অগ্রগতির দিকে এগিয়ে যেতে থাকে তখনই এক শ্রেণির লোক সব সময় দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালায়।তিনি কোন গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, এতে বিভিন্নভাবে সমাজ বিপদে পড়তে পারে। তাই প্রত্যেককে প্রকৃত ঘটনা জানতে হবে এবং সে অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি কেউ যাতে ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তথ্য-বাসস।

উল্লেখ্য, ভোলার বোরহানউদ্দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ম্যাসেঞ্জারে মহানবী (সাঃ) ও তার মেয়ে ফাতেমা (রাঃ)কে নিয়ে কটূক্তির জেরে পুলিশ-জনতার সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে। এসময় পুলিশের গুলিতে অন্তত চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ১০ পুলিশসহ আরো শতাধিক আহত হয়েছেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *