fbpx
হোম আন্তর্জাতিক ভারত যুক্তরাষ্ট্র থেকে মুরগির পা, টার্কি আমদানি করবে
ভারত যুক্তরাষ্ট্র থেকে মুরগির পা, টার্কি  আমদানি করবে

ভারত যুক্তরাষ্ট্র থেকে মুরগির পা, টার্কি আমদানি করবে

0

আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভারত সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । এ উপলক্ষে দু’দেশের মধ্যকার বাণিজ্য চুক্তিতে কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে ভারত ।

এর মাঝে রয়েছে পোলট্রি ও দুগ্ধজাত উপাদানের বাজার । বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ ভারত, এই শিল্পের সঙ্গে ৮০ মিলিয়ন গ্রামীণ পরিবারের জীবন-জীবিকা জড়িয়ে আছে । সেইজন্যে ভারতে দেশের বাহির হতে দুধ আমদানি নিষিদ্ধ । কিন্তু আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করতে এবার সেই নিষিদ্ধকরণের ইতি টানতে চাইছেন নরেন্দ্র মোদি ।

দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, যুক্তরাষ্ট্র থেকে মুরগির পা, টার্কি এবং ব্লুবেরি ও চেরির মতো বেশ কিছু পণ্য আমদানির অনুমতি দেয়া হবে । মুরগির পা আমদানির ক্ষেত্রে শুল্ক ১০০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে, যদিও আমেরিকা চায় ওই শুল্ক আরও কমিয়ে ১০ শতাংশে নিয়ে আসতে ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *