fbpx
হোম সংবাদ ২৪ ঘন্টা করোনা ভারত থেকে আসা অক্সিজেন খালাস হলো সিরাজগঞ্জে
ভারত থেকে আসা অক্সিজেন খালাস হলো সিরাজগঞ্জে

ভারত থেকে আসা অক্সিজেন খালাস হলো সিরাজগঞ্জে

0

করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে ভারত থেকে আসা জীবনদায়ী ২০০ টন তরল অক্সিজেন সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে খালাস শুরু হয়েছে। ভারত থেকে ১০টি কন্টেইনায়ারে এসেছে এই তরল অক্সিজেন।

ট্রেনটি বেনাপোল হয়ে রবিবার (২৫ জুলাই) সকাল ১০টা ৫০ মিনিটে এই স্টেশনে পৌঁছে। এর আগে শনিবার রাত ১০টার দিকে ট্রেনটি বেনাপোল স্টেশনে পৌঁছায়।

জেলা প্রশাসক (ডিসি) ফারুক আহম্মদ, সিভিল সার্জন রামাপদ রায়, আমদানিকারক প্রতিষ্ঠান লিনডা বাংলাদেশের কর্মকর্তা সুফিয়া আক্তার এবং পুলিশ ও রেলওয়ে কর্মকর্তাদের উপস্থিতিতে বেলা ১১টার দিকে শুরু হয় খালাস।

জেলা প্রশাসক ফারুক আহম্মদ বলেন, চলমান করোনা সংকটে আক্রান্ত মুমূর্ষ রোগীদের সেবার জন্য জরুরিভাবে এ অক্সিজেন ভারত থেকে সরকারি সহযোগিতায় আমদানি করেছে লিনডা বাংলাদেশ। এখান থেকে খালাসের পর তা দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে।

শনিবার ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর এক বিবৃতিতে বলা হয়, প্রতিবেশী কোনো রাষ্ট্রে এটাই ভারতীয় অক্সিজ্রেন এক্সপ্রেসের প্রথম যাত্রা। বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরে ২০০ টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) পরিবহনের জন্য ভারতের দক্ষিণ-পূর্ব রেলওয়ের অধীনে চক্রদহরপুরের টাটায় একটি ইনডেন্ট স্থাপন করা হয়। শনিবার সকালে ১০টি কনটেইনারে এই তরল অক্সিজেনবাহী ট্রেনটি ভারতীয় সময় সকাল ১০টা নাগাদ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়ে আজ রাত ১০টা নাগাদ বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। রবিবার সকাল নাগাদ এটি বঙ্গবন্ধু রেলওয়ে সেতু পশ্চিম প্রান্তে পৌঁছানোর পরে এ অক্সিজেন খালাস করা হবে। এই চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের প্রয়োজনীয় মজুত উল্লেখযোগ্যভাবে বাড়াবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *