fbpx
হোম আন্তর্জাতিক ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন কার্যকরের পথে…
ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন কার্যকরের পথে…

ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন কার্যকরের পথে…

0

আগামী জানুয়ারীতে কার্যকর হতে পারে ভারতের সংশোধিত বিতর্কিত নাগরিকত্ব আইন – এমন আভাস দিয়েছেন ক্ষমতাসীন দল বিজেপির সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গিয়া।

শনিবার (৫ ডিসেম্বর) নাগরিকত্ব বিল নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেন্দ্র এবং জাফরান দল পশ্চিমবঙ্গের বিশাল শরণার্থী জনগোষ্ঠীকে নাগরিকত্ব দিতে আগ্রহী। যার কারণে আগামী বছরের জানুয়ারি থেকে বিলটি কার্যকর হওয়ার জোড়ালো সম্ভাবনা রয়েছে।

ভারতের প্রবীণ এই রাজনীতিবীদ আরো জানান, সিএএ-র অধীনে শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়াটি আগামী বছরের জানুয়ারি থেকে শুরু হতে পারে। এ বিষয়ে আমরা আশাবাদী। প্রতিবেশী দেশগুলি থেকে ভারতে আসা নিগৃহীত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার মহৎ উদ্দেশ্যই বিল পাশ করে কেন্দ্রীয় সরকার।

নাগরিকত্ব সংশোধনী আইন- সিএএ তে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে ২০১৫ সালের আগে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। সমালোচকদের মতে, এই আইন বৈষম্যমূলক এবং সংবিধানে বর্ণিত দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তির পরিপন্থী।

তুমুল সমালোচনা আর সহিংস বিক্ষোভের মধ্যেই ২০১৯ সালের ১১ ডিসেম্বর ভারতের পার্লামেন্টে পাস হয় দেশটির বহুল বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল। গেজেটে বলা হয়েছে, ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইনের সাব সেকশন (২) এবং সেকশন ১ অনুযায়ী সরকার ঘোষণা করছে, ২০২০ সালের ১০ জানুয়ারি থেকে ওই আইন কার্যকর হবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *