fbpx
হোম বিনোদন ‘ভাইরাস আমাদের মনে, আক্রান্ত প্রকৃতি তাই শিক্ষা দিচ্ছে’
‘ভাইরাস আমাদের মনে, আক্রান্ত প্রকৃতি তাই শিক্ষা দিচ্ছে’

‘ভাইরাস আমাদের মনে, আক্রান্ত প্রকৃতি তাই শিক্ষা দিচ্ছে’

0

করোনার এই ভয়াবহ সংকটে বাংলাদেশের বিনোদন জগতের তারকারা এখন ঘরবন্দী। মেনে চলছেন লকডাউন। বিভিন্ন সময়ে সাধারণ মানুষকে ঘরে থাকার উৎসাহ দিয়ে যাচ্ছেন নিজের ফেসবুকে কিংবা গণমাধ্যমে। আবার সাধারণদের নিত্যপন্যও তুলে দিচ্ছেন প্রায়ই। আর এভাবেই সময় কাটছে সেলিব্রেটিদের।

বাংলাদেশের জনপ্রিয় নাট্যাভিনেতা মীর সাব্বির জানালেন ঘরবন্দী সময়ের ভিন্ন অভিজ্ঞতা। চেঞ্জ টিভির একান্ত ফোনালাপে তিনি জানান তার অভিজ্ঞতার পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র প্রধানমন্ত্রীর সক্রিয়তা ও তারকাদের দুর্দশার কথা।

তিনি জানান, এক জীবনে এতো সময় কখনই পরিবারকে দেয়া হয়নাই। বেঁচে থাকলে আর দেয়া সম্ভব হবেওনা কোনদিন। করোনা এই সময়ে এসে আমাদেরকে পরিবারের সঙ্গে থাকার একটা বড় সুযোগ করে দিয়েছে।

বলেন, করোনা একটি উপসর্গ, প্রকৃতি আমাদের শিক্ষা দিচ্ছে। সবচেয়ে বড় কথা হলো, ভাইরাস আমাদের মনে। হিংসা, ভাব, দুর্নীতি, সন্দেহ, অবিশ্বাস, প্রেম, অনুভূতি ইত্যাদিতে ভরে গেছে প্রকৃতি। এতে করে নানাবিধ ভাইরাসে আক্রান্ত প্রকৃতি।

মীর সাব্বির বলেন, বাংলাদেশে করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে কাজ করছেন আর এতো সাহসী, তাতে করে এমন প্রধানমন্ত্রী বাংলাদেশ ভবিষ্যতে আর পাবে কিনা আমার সন্দেহ আছে।

এছাড়াও এই জনপ্রিয় অভিনেতা এক প্রশ্নের জবাবে জানান, অভিনেতাদের বলা হয় বিনোদন কর্মী। মানুষ আমাদের স্ক্রিনে দেখে প্রশংসা করে কিন্তু এর বাইরে আর কেউ খবরও রাখেনা। পুরো জায়গাটা একটা অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে। সুনির্দিষ্ট কোনো নীতিমালা এখন পর্যন্ত তৈরী হয়নি। ফলে এই পেশায় অনিশ্চিত জীবনের দিকে অধিকাংশ তারকারাই।

সম্পুর্ণ সাক্ষাতকার দেখুন…https://www.youtube.com/watch?v=Xpm6zRwB58Y

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *