fbpx
হোম ক্রীড়া ভক্তদের শান্ত থাকার অনুরোধ জানালেন সাকিব আল হাসান
ভক্তদের শান্ত থাকার অনুরোধ জানালেন সাকিব আল হাসান

ভক্তদের শান্ত থাকার অনুরোধ জানালেন সাকিব আল হাসান

0

সম্প্রতি আইসিসি থেকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কে ১ বছরের জন্য সকল ধরনের ক্রিকেট খেলা থেকে নিষেধাজ্ঞা দেয়ার প্রতিবাদে দেশজুড়ে চলছে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন৷ অপরাধ হিসেবে দেখানো হয়েছে জুয়ারিদের কুপ্রস্তাব মেনে না নিয়ে গোপন রেখেছেন সাকিব আল হাসান। গোপন রাখার শাস্তি লঘু পাপে গুরু দন্ড বিষয়টি সাধারণ ভক্ত ও সাকিব প্রেমীরা কোনভাবে মেনে নিতে পারছেন না। দেশজুড়ে তাদের প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা প্রতিক্রিয়া।

সাকিব আল হাসান ইতোমধ্যে তার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোষ্টের মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে বলেন,

‘শুরুতেই বলতে চাই, এই খারাপ সময়ে সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষী যে নিঃস্বার্থ সমর্থন, ভালোবাসা নিয়ে আমার এবং আমার পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন তাতে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। শেষ কয়েকদিনে দেশের হয়ে মাঠে নামার গুরুত্ব আমি আরও ভালোভাবে অনুধাবন করতে পেরেছি৷

সেই পরিপ্রেক্ষিতে আমার ওপর শাস্তি আরোপিত হওয়ায় ক্ষুব্ধ সকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য্য ধরে শান্ত থাকার অনুরোধ করছি।

আমি পরিষ্কারভাবে বলতে চাই, আইসিসি আকসুর পুরো তদন্তটাই ছিলো অত্যন্ত গোপনীয় এবং আমার উপর শাস্তি আরোপিত হওয়ার মাত্র কয়েক দিন আগে বিসিবিকে আমি এ ব্যাপারে জানাই। দেরিতে জানলেও এমন পরিস্থিতিতে বিসিবিই আমাকে সবচেয়ে বেশি সমর্থন দিয়েছে। তাই, বোর্ডের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।

যারা এই কঠিন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন, সবাইকে ধন্যবাদ। মনে রাখতে হবে, পুরো ব্যাপারটিই একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়েই সম্পন্ন হচ্ছে। যেহেতু ওই সময়ে আমি আমার দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারিনি তাই আমিও আমার ওপর আরোপিত শাস্তি মাথা পেতে নিয়েছি।

২০২০ সালে বাংলাদেশের হয়ে আবার মাঠে নামার কথা ছাড়া এই মুহূর্তে আর কিছুই ভাবছিনা আমি। ততদিন পর্যন্ত আপনাদের দোয়া আর প্রার্থনায় আমাকে রাখবেন বলেই আশা করছি। ধন্যবাদ।’

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *