fbpx
হোম আন্তর্জাতিক ব্রাজিল প্রেসিডেন্টের কিডনিতে পাথর !
ব্রাজিল প্রেসিডেন্টের কিডনিতে পাথর !

ব্রাজিল প্রেসিডেন্টের কিডনিতে পাথর !

0

করোনাভাইরাস থেকে সেরে ওঠার মাসখানেকের মধ্যেই আবার অসুস্থ হয়ে পড়লেন ব্রাজিল প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। এবার তার কিডনিতে পাথর ধরা পড়েছে। তা অপসারণে চলতি মাসের যেকোনো সময় তাকে অস্ত্রোপচার করানো লাগতে পারে। খবর- বার্তা সংস্থা রয়টার্স।

অনেক দিন ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন ৬৫ বছর বয়সী বোলসোনারো। ২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় প্রতিপক্ষ সমর্থকের ছুরিকাঘাতে আহত হলে তার পেটে চারবার অস্ত্রোপচার করাতে হয়। এরপর জুলাইয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন এই নেতা। তাকে কোয়ারেন্টাইনে থাকতে হয় তিন সপ্তাহ।

কিডনিতে পাথর ধরা পড়ার বিষয়টি বোলসোনারো নিজেই সিএনএন ব্রাজিলকে জানিয়ে বলেন, আমি হালকা ব্যথা অনুভব করছিলাম। এরপর চেকআপে যাই আমি। কিন্তু এখন ভালো আছি। বয়সের কারণে এমনটা হতে পারে। বোলসোনারো আরও জানান, আলট্রাসাউন্ড টেস্টে করার পর চিকিৎসকেরা জানিয়েছে, কিনডিতে পাথর রয়েছে এবং সেটা শিমের দানার চেয়ে হালকা বড়। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি ব্রাজিলের প্রেসিডেন্ট অফিস।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *