fbpx
হোম অনুসন্ধান অপরাধবার্তা বোরহানউদ্দিন’র ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা
বোরহানউদ্দিন’র ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা

বোরহানউদ্দিন’র ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা

0

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সহিংসতার ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি। শনিবার সকালে জেলা প্রশাককের কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেয়া হয়। তবে প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানাননি কর্তৃপক্ষ।

কমিটির প্রধান স্থানীয় সরকার শাখার উপপরিচালক মামুদুর রহমান জানান, গত বুধবার প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও, তদন্ত শেষ না হওয়ায় আরও দুদিন সময় চেয়েছিল কমিটি। সে অনুযায়ী আজ সকালে ভোলা জেলা প্রশাসকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পরই আমরা তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পেশ করেছি।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবীকে (স.) নিয়ে কটূক্তি করার অভিযোগ ওঠে বিপ্লব চন্দ্র শুভ নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গত রোববার সমাবেশ ডাকে ‘তৌহিদি জনতা’। এতে বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হন।

এ ঘটনায় পুলিশের ওপর হামলা ও ডিজিটাল নিরাপত্তা আইনে বোরহানউদ্দিন থানায় পৃথক দুটি মামলা করা হয়। ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পৃথক দুটি কমিটি গঠন হয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *