fbpx
হোম আন্তর্জাতিক বৈরুতের বিস্ফোরণে এ পর্যন্ত ৩ বাংলাদেশির মৃত্যু
বৈরুতের বিস্ফোরণে এ পর্যন্ত ৩ বাংলাদেশির মৃত্যু

বৈরুতের বিস্ফোরণে এ পর্যন্ত ৩ বাংলাদেশির মৃত্যু

0

লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ৩ বাংলাদেশির মৃত্যুর খবর জানা গেছে। আজ বুধবার (৫ আগস্ট) এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ বাংলাদেশির পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।

লেবাননে বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান আবদুল্লাহ আল মামুন জানান, ‘এখন পর্যন্ত ৩ বাংলাদেশির মৃত্যুর খবর জেনেছি। হাসপাতাল থেকে দুজনের পরিচয়ের বিষয়ে নিশ্চিত হতে পেরেছি। তাঁদের একজন ব্রাহ্মণবাড়িয়ার মেহেদি হাসান, অন্যজন মাদারীপুরের মিজান। দুজনই এখানে বৈধভাবে কাজ করছিলেন। এ ছাড়া বিস্ফোরণে ৫৯ জন প্রবাসী বাংলাদেশির আহত হওয়ার তথ্য জানা গেছে। দুটি হাসপাতাল থেকে এই তথ্য জেনেছি। অন্য হাসপাতালগুলোয় যোগাযোগ করছি।’

আবদুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে ভর্তি হননি- এমন অনেক আহত বাংলাদেশি রয়েছেন। তবে তাঁদের সংখ্যা নিশ্চিত করা যায়নি। লেবাননে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আর কেউ হতাহত হয়েছেন কি না, এ ব্যাপারে অনুসন্ধান চলছে।

দূতালয় প্রধান আরও জানান, আহত ২১ জন নৌবাহিনীর সদস্যের মধ্যে ৭ জন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *