fbpx
হোম আন্তর্জাতিক বেশকিছু নিষেধাজ্ঞার মধ্য দিয়ে শুরু হলো হজ কার্যক্রম
বেশকিছু নিষেধাজ্ঞার মধ্য দিয়ে শুরু হলো হজ কার্যক্রম

বেশকিছু নিষেধাজ্ঞার মধ্য দিয়ে শুরু হলো হজ কার্যক্রম

0

শুধুমাত্র সৌদি আরবে বসবাসকারী বিভিন্ন দেশের অধিবাসী ও দেশটির নাগরিকদের সমন্বয়ে দশ হাজার মানুষ এবার হজপালন করবেন।

এবারে কোটা পদ্ধতিতে ৩০% সৌদি নাগরিক এবং বাকি ৭০% অন্যান্য দেশের নাগরিকেরা মূলত হজ করার সৌভাগ্য অর্জন করেছেন। হজে অংশ নেওয়া হজযাত্রীরা ৭ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকা শুরু করেছেন।

এর মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতার প্রথম ধাপ শুরু হলো। কোয়ারেন্টাইন শেষে ৩ জিলহজ মক্কায় এসে আরও ৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবেন। এরপর ৮ জিলহজ বাদ ফজর রওয়ানা হবেন মিনায়।

মিনায় যাত্রার মধ্য দিয়ে শুরু হয় হজের মূল আনুষ্ঠানিকতা। ১২ জিলহজ পর্যন্ত, মিনা, মুজদালিফা, আরাফাতের ময়দান ও মক্কায় হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হয়। আপাতত মক্কার নির্দিষ্ট এলাকাসহ মিনা, মুজদালিফা ও আরাফাতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও আরও বেশকিছু নিয়ম অনুসরণের তালিকা বেঁধে দেয়া হয়েছে করোনা পরিস্থিতির কারণে।

এবারের সীমিত হজ আয়োজনে সৌদি আরব ছাড়া থাকছে ১৬০ দেশের নাগরিকদেরও অংশগ্রহণ ।

Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *