fbpx
হোম আন্তর্জাতিক বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা সাড়ে ১৫ লাখের বেশি
বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা সাড়ে ১৫ লাখের বেশি

বিশ্বে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা সাড়ে ১৫ লাখের বেশি

0

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে এ পর্যন্ত পাওয়া তথ্য মোতাবেক ১৫ লাখ ৫০ হাজার ২৬৩ জনের মৃত্যু হয়েছে। আর মোট আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৭৯ লাখ ৩৮ হাজার ৯৯৫ জন। ভাইরাসটির সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৪ কোটি ৭০ লাখ ২৩ হাজার ৫৭৫ জন।

মঙ্গলবার সকালে করোনাভাইরাস বিষয়ক পরিসংখ্যান সংগ্রহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইটটির তথ্যানুযায়ী করোনা সংক্রমণের পর মৃত্যুর হিসাবে বিশ্বের শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের পর মারা গেছেন ২ লাখ ৯০ হাজার ৪৪৩ জন। মোট সংক্রমিত হয়েছেন ১ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার ৪৩ জন। আর সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৮৯ লাখ ৮২ হাজার ২৪৬ জন।

ওয়ার্ল্ডোমিটারে করোনা সংক্রমণের পর মৃত্যুর দ্বিতীয় তালিকায় রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের পর মারা গেছেন ১ লাখ ৭৭ হাজার ৩৮৮ জন। মোট সংক্রমণের সংখ্যা ৬৬ লাখ ২৮ হাজার ৬৫ জন। আর সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৫৮ লাখ ১ হাজার ৬৭ জন।

করোনায় মৃত্যুর তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের পর মারা গেছেন ১ লাখ ৪০ হাজার ৯৯৪ জন। আর সংক্রমিত হয়েছেন ৯৭ লাখ ৩ হাজার ৯০৮ জন। আর সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৯১ লাখ ৭৮ হাজার ৯৪৬ জন।

মৃত্যুর তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ১০ হাজার ৭৪ জন। মোট সংক্রমিত হয়েছেন ১১ লাখ ৮২ হাজার ২৪৯ জন। আর করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৮ লাখ ৭৩ হাজার ৫৫৫ জন।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের পর মারা গেছেন ৬১ হাজার ৪৩৪ জন। আর মোট সংক্রমিত হয়েছেন ১৭ লাখ ৩৭ হাজার ৯৬০ জন।

এছাড়া সংক্রমণের পর মৃত্যুর তালিকায় যথাক্রমে রয়েছে ইতালি, ফ্রান্স, স্পেন, রাশিয়া।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *