fbpx
হোম গণমাধ্যম অনলাইন বিশ্বের যেকোনো স্থান থেকে ইন্টারনেটে প্রবেশের সুবিধা দিচ্ছে স্টারলিংক ইন্টারনেট !
বিশ্বের যেকোনো স্থান থেকে ইন্টারনেটে প্রবেশের সুবিধা দিচ্ছে স্টারলিংক ইন্টারনেট !

বিশ্বের যেকোনো স্থান থেকে ইন্টারনেটে প্রবেশের সুবিধা দিচ্ছে স্টারলিংক ইন্টারনেট !

0

বাণিজ্যিক মহাকাশ অভিযান পরিচালনা কোম্পানি স্পেসএক্স সম্ভবত বৈশ্বিক রোমিং ইন্টারনেট সেবা চালুর প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি যেসব দেশে এখনও স্টারলিংক সেবা পৌঁছায়নি সেইসব জায়গার গ্রাহকদের নিজেদের নতুন প্যাকেজ ব্যবহারের জন্য ইমেইল বার্তায় আমন্ত্রণ পাঠিয়েছে কোম্পানিটি।

মাসিক দুইশ ডলারের নতুন সেবাটির মাধ্যমে বিশ্বের ‘প্রায় যে কোনো জায়গা’ থেকে ইন্টারনেটে প্রবেশের সুবিধা মিলবে। এই বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ‘পিসি ম্যাগ’।

স্পেসএক্স কীভাবে প্রায় যে কোনো জায়গা থেকে ইন্টারনেট সেবা দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করবে সেটি এখনও পরিষ্কার নয় বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সংবাদের সাইট ভার্জ। কোম্পানিটি মহাকাশে আকারে ছোট স্যাটেলাইট স্থাপনের সংখ্যা বাড়ালেও, ভারত ও পাকিস্তানসহ বেশ কিছু বড় বাজারে ইন্টারনেট সেবা দিতে তারা নিয়ন্ত্রকদের অনুমোদনের অপেক্ষায় আছে। ফলে, স্পেসএক্স-এর বৈশ্বিক ইন্টারনেট সেবা সংশ্লিষ্ট ইমেইল বার্তাটি নির্ভর করছে ‘নিয়ন্ত্রকদের অনুমোদনের ওপর’।

নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্কের বিস্তৃতি বাড়ানোর কাজ চলাকালীন গ্রাহকরা কিছু সময়ের জন্য তুলনামূলক দুর্বল ইন্টারনেট সংযোগের মতো অভিজ্ঞতার সম্মুখীন হতে পারেন বলে জানিয়েছে ইন্টারনেট সেবাদাতা কোম্পানিটি। আর সম্ভাব্য গ্রাহকদের কিটের জন্য পাঁচশ ৯৯ ডলারের পাশাপাশি স্টারলিংক টার্মিনাল আমদানি ফি’র জন্যও প্রস্তুত থাকা উচিৎ বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সংবাদের সাইট এনগ্যাজেট।

এরইমধ্যে তুলনামূলক সীমিত উপায়ে কিছু সংখ্যক রোমিং সুবিধা দিচ্ছে স্পেসএক্স। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো বিদ্যমান আবাসিক গ্রাহকদের জন্য কোম্পানির ‘পোর্টেবিলিটি’ প্যাকেজ, যেটির মাধ্যমে তারা নিজ মহাদেশের মধ্যে ভ্রমণ করার সময় স্টারলিংক টার্মিনাল ব্যবহারের সুযোগ পান।

স্পেসএক্সের এরইমধ্যে ভিন্ন ভিন্ন পোর্টেবিলিটি প্যাকেজ রয়েছে। এর মধ্যে একশ ১০ ডলারের মাসিক ফি’র সঙ্গে প্রতি মাসে ২৫ ডলার যোগ করে গ্রাহক নিজ মহাদেশের যে কোনো জায়গায় সেবাটি ব্যবহার করতে পারেন। নতুন প্যাকেজে দুইশ ডলারের বিনিময়ে মহাদেশের সীমাবদ্ধতা তুলে নিচ্ছে কোম্পানিটি, যাকে বলা হচ্ছে, তুলনামূলক সাশ্রয়ী বৈশ্বিক রোমিং সেবা।

স্পেসএক্স সম্প্রতি সম্ভাব্য গ্রাহকদের ইমেইল বার্তা পাঠাতে শুরু করলেও তাদের এমন গ্রাহক প্রয়োজন, যারা বাড়ি থেকে দূরে ‘দীর্ঘ সময়’ কাটান।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *