fbpx
হোম করোনা বিশ্বের প্রথম করোনারোধী ভ্যাকসিন আসছে ১২ আগস্ট 
বিশ্বের প্রথম করোনারোধী ভ্যাকসিন আসছে ১২ আগস্ট 

বিশ্বের প্রথম করোনারোধী ভ্যাকসিন আসছে ১২ আগস্ট 

0

সারা পৃথিবীর মানুষ যখন করোনামুক্তির আশায় প্রহর গুনছে, ঠিক এমন সময় বিশ্বের প্রথম করোনারোধী ভ্যাকসিন তৈরির সুখবর দিল রাশিয়া। আর বিশ্বের প্রথম এই করোনারোধী ভ্যাকসিনটি আগামী ১২ আগস্টেই আসছে বলে দাবি করেছেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো।

শুক্রবার (৭ আগস্ট) রাশিয়ার উপ স্বাস্থ্যমন্ত্রী ওলেগ গ্রিডনেভ জানিয়েছেন, আলোচিত এই ভ্যাকসিনটি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সঙ্গে গামালেয়া রিসার্চ ইনস্টিউট মিলে যৌথভাবে তৈরি করেছে। মন্ত্রী বলেন, ‘সাফল্যের সঙ্গে এটি লঞ্চ করা হলে, এটিই হবে বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন।’ চিকিৎসার সঙ্গে যুক্ত ব্যক্তি ও বয়স্ক লোকদের আগে এই ভ্যাকসিন দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

জানা গেছে, গামালেয়ায় ভ্যাকসিন শর্তসাপেক্ষে আগস্টে নথিভুক্ত করা হবে। এর অর্থ হলো ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হচ্ছে তবে পাশাপাশি তৃতীয় ধাপের পরীক্ষা-নিরীক্ষা কাজ চলবে। ক্লিনিক্যাল ট্রায়াল যতদিন না সম্পূর্ণ হচ্ছে ততদিন তা শুধুমাত্র চিকিৎসকরাই সেটা নিয়ন্ত্রণ করবে।

তবে তাড়াহুড়ো করে ভ্যাকসিন বের করার ব্যাপারে বিজ্ঞানী এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছে। তারা চাইছেন, নিরাপত্তা এবং কার্যক্ষমতার ব্যাপারে নিশ্চিত না হয়ে ভ্যাকসিনটি ব্যবহারের জন্য অনুমোদন করা উচিত নয়।

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের (আরডিআইএফ) প্রধান ক্রিমিল দিমিত্রিভ আগেই জানিয়েছিলেন, প্রথম দেশ হিসেবে রাশিয়া তাদের করোনার ভ্যাকসিন বাজারে আনবে। এ ব্যাপারে ক্রিমিল দিমিত্রিভ বলেছিলেন, স্পুতনিকের মহাকাশ যাত্রা দেখে মার্কিনীরা যেমন অবাক হয়েছিল। একই ঘটনা ঘটবে করোনা ভ্যাকসিনের ক্ষেত্রেও। বিশ্ববাসী অবাক হয়ে রাশিয়ার সাফল্য দেখবে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *