fbpx
হোম আন্তর্জাতিক বিশ্বের চতুর্থ দেশ হিসেবে হাইপারসনিক মিসাইলের অধিকারী হলো ভারত
বিশ্বের চতুর্থ দেশ হিসেবে হাইপারসনিক মিসাইলের অধিকারী হলো ভারত

বিশ্বের চতুর্থ দেশ হিসেবে হাইপারসনিক মিসাইলের অধিকারী হলো ভারত

0

হাইপারসনিক মিসাইল টেস্ট করে বিশ্বের শক্তিধর দেশগুলোর পাশেই নাম লেখাল ভারত। একদিকে যখন চীনের সঙ্গে সংঘাত চলছে, তার মধ্যেই হাইপারসনিক মিসাইল টেস্ট করলো ভারত। এ পি জে আব্দুল কালাম টেস্টিং রেঞ্জ থেকে সেই টেস্টিং হয়েছে। যাতে শব্দের থকে ৬ গুণ বেশি গতিতে ছুটেছে মিসাইল।

সোমবার (৭ আগস্ট) সকাল ১১টা ৩ মিনিটে সেই পরীক্ষা করা হয়। অগ্নি মিসাইল বুস্টার দিয়ে ওই মিসাইল টেস্ট করা হয়। পাঁচ মিনিটেই সেই পরীক্ষা সম্পূর্ণ হয়। এসময় অগ্নি বুস্টার হাইপারসনিক ভেইকলটিকে ৩০ কিলোমিটার উচ্চতায় নিয়ে যায়। পরে দুটি আলাদা হয়ে যায়। এই পরীক্ষার পর প্রশংসা করেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

ডিআরডিও তৈরি করেছে হাইপারসনিক টেস্ট ডেমোনস্ট্রেটর ভেইকল। সেটিই এদিন পরীক্ষা করা হয়।

সূত্রের দাবি, আগামী পাঁচ বছরের মধ্যে স্ক্র্যামজেট ইঞ্জিনসহ হাইপারসনিক মিসাইল তৈরি করতে পারবে ডিআরডিও। যা এক সেকেন্ডে ২ কিলোমিটার পর্যন্ত অতিক্রম করবে। এদিন ডিআরডিও চিফ সতীশ রেড্ডির নেতৃত্বে এই মিসাইল টেস্ট হয়। সব প্যারামিটারই ছিল সঠিক।

উল্লেখ্য, এর আগে এই হাইপারসনিক মিসাইলের অধিকারী ছিল কেবল রাশিয়া, চীন ও আমেরিকা। সেই তালিকাতেই এবার চতুর্থ দেশ হিসেবে নাম লেখাল ভারত।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *