fbpx
হোম অন্যান্য বিশ্ববিদ‌্যালয় প্রশাসনকে আলটিমেটাম
বিশ্ববিদ‌্যালয় প্রশাসনকে আলটিমেটাম

বিশ্ববিদ‌্যালয় প্রশাসনকে আলটিমেটাম

0

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ভিপি নুরুল হক নুর ও তার সমর্থকদের ওপর হামলার বিচার চেয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছে ।

আজ এক বিক্ষোভ মিছিল শেষে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় বিশ্ববিদ‌্যালয় প্রশাসনকে এ আলটিমেটাম দেন তারা।

ছাত্র নেতারা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি আবাসিক হলে সন্ত্রাস ও দখলদারিত্ব জারি রাখা এবং ছাত্রদেরকে ম্যানার শেখানোর নামে ভয় দেখানোর জন‌্য গেস্ট রুমগুলোকে কনসেনট্রেশন ক্যাম্পে পরিণত করা হয়েছে। গেস্ট রুমে নির্যাতনে ছাত্র নিহত হওয়ার ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছ ।’

উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থানকালে একটি স্মারকলিপি পাঠ করে শোনান স্বতন্ত্র জোটের নেতা মেহেদি হাসান। স্মারকলিপিতে বলা হয়, ‘আমরা অত্যন্ত উদ্বেগ ও ক্ষোভের সাথে জানাচ্ছি যে, ডাকসু ভবনে হামলাকারীদের বিরুদ্ধে ঢাবি প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ আহত শিক্ষার্থীদের নামে মামলা করা হয়েছে। এর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো বক্তব্য আমরা পাইনি। উপরন্তু আহতদেরকেই দোষারোপ করার চেষ্টা করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও অনাকাঙ্ক্ষিত।’

সেখানে আরও বলা হয় ,গত ১৭ ডিসেম্বর রাজু ভাস্কর্যের সামনে ডাকসুর ভিপি নুরুল হক নুরসহ শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে, এসএম হল ও বিজয় ৭১ হলসহ ক্যাম্পাসে বার বার নুরের ওপর সন্ত্রাসী হামলা করা হচ্ছে। কিন্তু হামলাকারীরা ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। এর ফলে সহিংসতা বেড়েই চলছে। এর দায় প্রশাসন কোনোভাবেই এড়াতে পারে না।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *