fbpx
হোম অন্যান্য বায়োনিক চোখ দিয়ে দৃষ্টি প্রতিবন্ধীরাও দেখবে পৃথিবীর আলো !
বায়োনিক চোখ দিয়ে দৃষ্টি প্রতিবন্ধীরাও দেখবে পৃথিবীর আলো !

বায়োনিক চোখ দিয়ে দৃষ্টি প্রতিবন্ধীরাও দেখবে পৃথিবীর আলো !

0

দৃষ্টি প্রতিবন্ধীরাও দেখতে পারবেন পৃথিবী। মস্তিষ্কের প্রতিস্থাপনের মাধ্যমে বিশ্বের প্রথম বায়োনিক আই বা চোখ নির্মিত হয়েছে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে। যা এক বিস্ময়কর আবিস্কার।

মোনাশ বিশ্ববিদ্যালয়ের বৈদ্যুতিক ও কম্পিউটার সিস্টেম ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আর্থার লোরি বলেন, আমাদের ডিজাইনটি ১৭২টি লাইটস্পট থেকে একটি প্যাটার্ন তৈরি করে। যা একজন ব্যক্তির ভেতর ও বাহিরে চলাচলের জন্য সাহায্য করবে। এটি আশপাশের বস্তুর উপস্থিতিও নিরূপণ করতে পারবে।

গবেষকরা বলেছেন, নিরাময় অযোগ্য নিউরোলজিকাল সমস্যায় সাহায্য করার মাধ্যমে জীবনকে আরেকটু সহজ করার উদ্দেশ্যেই আমরা এটা তৈরি করেছি। খুব সামান্য পার্শ্ব প্রতিক্রিয়াসহ প্রায় দুইশ ঘণ্টার পরীক্ষা চালানো হয় ভেড়ার ওপর। সেখানে সফলতা পেয়েছে এ বায়োনিক চোখ।

গবেষকরা এখন প্রথম স্তরের মানবিক ক্লিনিকাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ পরীক্ষা মেলবোর্নে পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *