fbpx
হোম অন্যান্য ‘বাড়াবিল গ্রামের ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন
‘বাড়াবিল গ্রামের ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন

‘বাড়াবিল গ্রামের ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন

0

প্রফেসর মোঃ আইনুল হক রচিত ‘বাড়াবিল গ্রামের ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে দশটায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাড়াবিলের আলহাজ্ব আবু তালেব ডিজিটাল বিদ্যা নিকেতনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসর প্রাপ্ত সেনা সদস্য রিয়াজুদ্দিন মুন্সি।

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হোসাইন আহমেদের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন বেড়া কলেজের সাবেক সহকারী অধ্যাপক আব্দুস সাত্তার মিয়া। আলোচনায় অংশ গ্রহন করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সরোয়ার হোসেন, আলহাজ্ব আবু তালেব ডিজিটাল বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাংবাদিক তাহছিন নূরী খোকন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সকিম উদ্দিন প্রমূখ।

গ্রন্থটির লেখক ৩০০ বছরের সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্যের সাক্ষী বাড়াবিল গ্রামে ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর এক কৃষক পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৭৫ এবং ১৯৭৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে কৃতিত্বের সাথে যথাক্রমে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। তিনি কর্মজীবনে বিভিন্ন কলেজে শিক্ষকতা করেন। সর্বশেষ ময়মনসিংহ জেলার গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্বরত অবস্থায় অবসর গ্রহণ করেন।

লেখক তার গ্রন্থে কালের বিবর্তনে স্মৃতিপট থেকে হারিয়ে যাওয়া গ্রামীণ সমাজের নানা বিষয় অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরেছেন। গ্রন্থটিকে এ এলাকার শিল্প-সংস্কৃতির এক উজ্জ্বল দলিল বলা যেতে পারে। আশি পৃষ্ঠার এ বইটির মূল্য মাত্র ২০/- টাকা। প্রাপ্তি স্থানঃ হালিমা মঞ্জিল, দ্বারিয়াপুর (উত্তরপাড়া বিশ্বরোড সংলগ্ন), শাহজাদপুর, সিরাজগঞ্জ। মোবাইল নম্বরঃ ০১৭১২২৭৪১৩২।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *