fbpx
হোম অন্যান্য বান্দরবানে হাতির হানায় কৃষকের মৃত্যু
বান্দরবানে হাতির হানায় কৃষকের মৃত্যু

বান্দরবানে হাতির হানায় কৃষকের মৃত্যু

0

বান্দরবানে হাতির হানায় সিদ্দিক আহমেদ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে ।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ধান খাওয়ার লোভে কৃষকের বসতবাড়িতে রাতের আঁধারে হানা দেয় ওই বন্য হাতি। এ সময় ঘর ধসে ঘুমন্ত কৃষকের মৃত্যু হয়েছে।

আজ ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিক আহমদ সোনাইছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া গ্রামের বাসিন্দা বশরত আলীর ছেলে।

জানা যায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের নতুনপাড়া এলাকায় ধানক্ষেতে আসে বন্যহাতির দল। ফসল রক্ষাকবচ হাতি তাড়াতে গেলে বন্যহাতির আক্রমণে মারা যায় কৃষক সিদ্দিক আহমদ।

ইউনিয়ন চেয়ারম্যান এ্যানিং মারমা জানান, ধান খাওয়ার জন্য ভোরে ৪-৫টি বন্যহাতি নতুনপাড়া লোকালয়ে নেমে এসেছিল। ওই গ্রামে সাত বাঙালিসহ অন্তত ৩৫ পরিবারের বসবাস। তার মধ্যে একটি হাতি ওই এলাকার বাসিন্দা সিদ্দিক আহমদের বসতবাড়িতে ধান খাওয়ার জন্য যায়। বন্যহাতির আক্রমণে পুরো ঘরটি ধসে পড়লে ঘুমন্ত কৃষক সিদ্দিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *