fbpx
হোম আন্তর্জাতিক বাইডেন ব্যর্থ,আমি থাকলে এটি হতো না: ট্রাম্প
বাইডেন ব্যর্থ,আমি থাকলে এটি হতো না: ট্রাম্প

বাইডেন ব্যর্থ,আমি থাকলে এটি হতো না: ট্রাম্প

0

ইউক্রেনের দুটি শহর ডোনেৎস্ক ও লুহানস্ককে স্বীকৃতির কয়েক ঘণ্টার মধ্যেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটা অবশ্যই চমৎকার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমি বলবো ‘জিনিয়াস’। এখন আমি ক্ষমতায় থাকলে ইউক্রেন সংকট সৃষ্টি হতো না। বিষয়টির সমাধানে বাইডেন ব্যর্থ হয়েছেন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এক রেডিও অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর সিএনএনের।

গত সোমবার ইউক্রেনের দুটি শহরকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়া। অনুষ্ঠানে এ সম্পর্কে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, গতকাল আমি টেলিভিশনে একটি ভাষণ দেখছিলাম। আমি এ ভাষণকে বলতে চাই অসাধারণ! পুতিন ইউক্রেনের বড় একটি অংশকে স্বাধীন ঘোষণা করেছেন। এটি আমার কাছে চমৎকার বিষয়!

আরো পড়ুন :পুতিন নতুন রাষ্ট্র ঘোষণা করার কে ?

তিনি আরও বলেন, টেলিভিশনে প্রচারিত ভাষণে পুতিন বলছেন, এখন শহর দুটি স্বাধীন। আমি মনে করি, ভাষণের বক্তব্যগুলো ছিল ‘স্মার্ট’। এতদিন বিদ্রোহী অধ্যুষিত ওই শহরগুলোতে পুতিন ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের যত্ন নিয়ে গড়ে তুলেছেন। তার নির্দেশেই এ সপ্তাহে শহর দুটি স্বাধীন হয়েছে এবং পৌঁছেছে রুশ সেনা। ওই দুই শহরে স্থানীয়ভাবে দীর্ঘদিন স্বৈরশাসন অব্যাহত ছিল। এখন তিনি সেখানে গিয়ে শান্তিরক্ষা করবেন বলে জানিয়েছেন। দুঃখের বিষয় হলো মঙ্গলবার বাইডেন বলেছে, ইউক্রেনে রুশ সেনা প্রবেশের মধ্য দিয়ে ‘রুশ আগ্রাসন’ শুরু হলো। এর মাধ্যমে রাশিয়া আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলেও দাবি করেছেন এখনকার মার্কিন প্রেসিডেন্ট।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *