fbpx
হোম আন্তর্জাতিক বাইডেনকে নিয়ে ট্রাম্পের শঙ্কা; চীন যুক্তরাষ্ট্র দখল করে নেবে
বাইডেনকে নিয়ে ট্রাম্পের শঙ্কা; চীন যুক্তরাষ্ট্র দখল করে নেবে

বাইডেনকে নিয়ে ট্রাম্পের শঙ্কা; চীন যুক্তরাষ্ট্র দখল করে নেবে

0

আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে, প্রার্থীরা ততই একে অন্যের সঙ্গে বাগ্‌বিতন্ডায় জড়িয়ে পড়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন যদি নির্বাচনে জয়ী হন, তবে যুক্তরাষ্ট্র দখলে নেবে চীন। বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডাবিস্নউটিও) চীনের প্রবেশকে সমর্থন করেন বাইডেন। তিনি বলেন, বাইডেন নাফটার প্রতি সমর্থন দিয়েছেন; এমনকি তিনি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে চীনের অংশগ্রহণ সমর্থন করেন।

বাইডেনের কথা উলেস্নখ করে বলেন, তিনি নির্বাচনে জয়ী হলে আমাদের দেশের দখল নেবে চীন। ট্রাম্প দাবি করেন, তার শাসনামলে যুক্তরাষ্ট্র উৎপাদনে শক্তিশালী দেশে পরিণত হয়েছে।

অপরদিকে, এই নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদকে যুক্তরাষ্ট্রের জন্য এক কালো অধ্যায় হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, মার্কিন জনগণের একতা এই কালো অধ্যায়ের সমাপ্তি ঘটাবে।

এদিকে, বাইডেনকে ‘বেকুব’ বলে অভিহিত করেছেন ট্রাম্প। বাইডেন করোনা ভাইরাস টিকাবিরোধী বক্তব্য দিয়েছেন অভিযোগ করে এরজন্য তাকে ক্ষমা চাইতে বলেছেন ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, ‘আমি বলছি না যে, সামরিক বাহিনী আমার প্রেমে পড়েছে, সেনারা এবং সম্ভবত পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারাও নয়। কারণ তারা যুদ্ধ ছাড়া কিছুই চান না, যাতে বোমা এবং বিমান প্রস্তুতকারী বিচিত্র সব কোম্পানি খুশি থাকে।

ট্রাম্প এমন এক সময় সেনাবাহিনীর বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করলেন, যখন দেশটির বেশ কিছু প্রতিরক্ষা কর্মকর্তা প্রেসিডেন্টের সঙ্গে পেন্টাগনের নেতৃত্বের সম্পর্ক ক্রমবর্ধমান উত্তেজনাকর হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন। যুদ্ধে নিহত মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তা এবং প্রবীণ সদস্যদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে সম্প্রতি দেশটিতে সমালোচনার মুখে পড়েন ডোনাল্ড ট্রাম্প।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *