fbpx
হোম আন্তর্জাতিক বাংলা ভাগের ষড়যন্ত্র করছে মোদি: রাহুল গান্ধী
বাংলা ভাগের ষড়যন্ত্র করছে মোদি: রাহুল গান্ধী

বাংলা ভাগের ষড়যন্ত্র করছে মোদি: রাহুল গান্ধী

0

সর্বভারতীয় কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী নাসিম এহেসানের সমর্থনে নির্বাচনী প্রচার চালিয়েছেন।

রাহুল বলেছেন, বিজেপির কাছে ঘৃণা আর হিংসা ছাড়া আর কিছুই নেই, তামিলনাড়ু ও আসামের মতো বাংলাকেও ভাগের চেষ্টা করছে। বাংলা ভাগ হলে যে আগুন লাগবে সেই আগুনে মোদি, অমিত শাহরা জ্বলবে না, জ্বলবে গোটা বাংলা। এমন আগুন জ্বলবে যা মানুষ আগে কখনও দেখেনি।

বুধবার দিল্লি থেকে নিজস্ব এয়ারক্রাফটে করে বাগডোগরা বিমানবন্দরে নামেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ এরপর তিনি হেলিকপ্টারে করে আসেন গোয়ালপোখরের লোধন হাইস্কুল মাঠে। লোধন হাইস্কুল ময়দানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আক্রমণের মূল লক্ষ্যই ছিল বিজেপি। মোদি সরকারের নোট বাতিল, জি এস টিসহ কৃষি ও শ্রমিক আইনের তীব্র বিরোধিতা করেন তিনি।

রাহুল গান্ধী অভিযোগ করে বলেন, করোনার সময়ে কাউকে কিছু না জানিয়ে আচমকা লকডাউন করে দিয়ে মানুষের সর্বনাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইসময় গোটা দেশ যখন না খেতে পেয়ে মরছে আর তখন মোদিজি তার কয়েকজন শিল্পপতি বন্ধুদের হাজার হাজার কোটি টাকা বিলি করেছেন।

রাহুল আরও বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার কোনও কাজ বা উন্নয়ন করেনি আর এখন বলছে খেলা হবে। সড়ক হয়নি, কলেজ হয়নি তা হলে খেলা কোথায় হবে? দেশের মধ্যে পশ্চিমবঙ্গ এমন একটি প্রদেশ যেখানে কাটমানি দিয়ে কাজ নিতে হয়।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *