fbpx
হোম অন্যান্য বাংলাদেশে ঢুকে পড়া মাতাল বিএসএফকে হস্তান্তর করলো বিজিবি
বাংলাদেশে ঢুকে পড়া মাতাল বিএসএফকে হস্তান্তর করলো বিজিবি

বাংলাদেশে ঢুকে পড়া মাতাল বিএসএফকে হস্তান্তর করলো বিজিবি

0

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অস্ত্রসহ মাতাল ওই সদস্যকে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

এর আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র এক সদস্যকে অস্ত্রসহ নেশাগ্রস্ত অবস্থায় বাংলাদেশী ভূখণ্ডে আটক করে এলাকাবাসী।

এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে ভোলাহাট উপজেলার চাঁনশিকারী এলাকায় ঢুকে পড়ে ভারতীয় বিএসএফ’র সদস্য আসাদ। সে ভারতীয় ৪৪ বিএসএফ ব্যাটেলিয়নের আলিপুর ক্যাম্পের সদস্য। এসময় ওই বিএসএফ সদস্য মাতাল অবস্থায় ছিলো।

বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা নিকটস্থ চাঁনশিকারী বিজিবি ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাকে ক্যাম্পে নিয়ে যায়।

ভোলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াজদানি জজ জানান, ভারতীয় কাঁটাতারের বেষ্টনী পেরিয়ে একজন বিএসএফ সদস্য অস্ত্রসহ বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়ে। চাঁনশিকারী বিজিবি ক্যাম্পের কাছে আসলে এলাকাবাসী তাকে আটক করে। এসময় সে মাদকাসক্ত অবস্থায় ছিলো। পরে তাকে বিজিবি সদস্যদের হাতে তুলে দেয়া হয়।

এ ঘটনায় ৫৯ বিজিবি’র রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, মাদকাসক্ত অবস্থায় ভুল করে একজন বিএসএফ সদস্য বাংলাদেশি ভুখণ্ডে ঢুকে পড়ে। এ বিষয়ে আমরা ভারতীয় বিএসএফকে জানিয়েছি এবং তাকে তার বাহিনীর নিকট হস্তান্তর করা হবে।

পরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১৯৯ এর ২এস পিলারের কাছে ভোলাহাটের জামতলায় বাংলাদেশের ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এবং ভারতীয় ৪৪ বিএসএফ ব্যাটালিয়ান পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বিএসএফ সদস্য আসাদকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর নিকট হস্তান্তর করা হয়।

Like
Like Love Haha Wow Sad Angry
2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *