fbpx
হোম জাতীয় বাংলাদেশে করোনায় মৃত্যু ১০০ ছাড়াল; আক্রান্ত ৩ হাজার ছুঁইছুঁই
বাংলাদেশে করোনায় মৃত্যু ১০০ ছাড়াল; আক্রান্ত ৩ হাজার ছুঁইছুঁই

বাংলাদেশে করোনায় মৃত্যু ১০০ ছাড়াল; আক্রান্ত ৩ হাজার ছুঁইছুঁই

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০ জন। শনাক্ত হয়েছে ৪৯২ জন।

এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ৯৪৮ জন, মোট মারা গেছেন ১০১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ জন।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ২৬ হাজার ৬০৪টি। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে নতুন করে ৪৯২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৯৪৮-এ। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ১০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০১ জনে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও ১০ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ৮৫ জন।

এদিকে গতকাল রোববার দেশে ৩১২ জন করোনা রোগী শনাক্ত হয় ও সাতজনের মৃত্যু হয়।

অপরদিকে দেশে গতকালের হিসেব অনুযায়ী কয়েকটি জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে একশ’র ওপরে। জেলাগুলো হলো-নারায়ণগঞ্জে ৩৮৬ জন, গাজীপুরে ১৭৩ জন, নরসিংদীতে ১০৫ জন। এ ছাড়া কিশোরগঞ্জে হঠাৎ সংক্রমণ বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে। ঢাকা শহরে ৯৭৪ জন শনাক্ত হয়েছে।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *