fbpx
হোম প্রবাস বাংলাদেশি শ্রমিকের লেখা বই এখন জনপ্রিয়তার শীর্ষে !
বাংলাদেশি শ্রমিকের লেখা বই এখন জনপ্রিয়তার শীর্ষে !

বাংলাদেশি শ্রমিকের লেখা বই এখন জনপ্রিয়তার শীর্ষে !

0

সম্প্রতি সিঙ্গাপুরে প্রকাশিত হওয়া বাংলাদেশি শ্রমিক মো. শরীফ উদ্দীনের লেখা ‘স্ট্রেন্জার টু মাই ওয়ার্ল্ড’ বইটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সিঙ্গাপুরে প্রায় সবগুলো বইয়ের দোকানে এখন বইটি পাওয়া যাচ্ছে।

সিঙ্গাপুরের স্বনামধন্য বইয়ের দোকান কিনুকুনিয়া বুক স্টোরে গত সপ্তাহের সেরা দশজন লেখকের বই বিক্রির তালিকা প্রকাশ করা হয়। সেখানে মো. শরীফ উদ্দিনের লেখা ‘স্ট্রেন্জার টু মাই ওয়ার্ল্ড’ বইটি দ্বিতীয় স্থানে দেখা যায়। আশা করা যায় বইটি এ বছরের সেরা বিক্রীর তালিকায় উঠে আসবে।

সেখানকার অনেক কবি সাহিত্যকরা ইতিমধ্যে লেখকের বইটি পড়ে ফেসবুকে তাদের ওয়ালে ভূয়সী প্রসংশা করছেন। সে দেশের সরকার কি ধরনের সুযোগ সুবিধা শ্রমিকদের প্রদান করেছে? দৈনন্দিন জীবনে কি ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে এইসব বিষয়গুলো লেখক তার লেখায় তুলে ধরেছেন।

সিঙ্গাপুরে ২০১৮ সালে লেখক তার প্রথম প্রকাশিত বই ‘স্ট্রেন্জার টু মাইসেল্ফ’ বইয়ের জন্য নন ফিকশন ক্যাটাগরিতে সেরা বইয়ের পুরষ্কার জিতে নেন।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *