fbpx
হোম বিনোদন বলিউডের তারকাসন্তানদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু ?…
বলিউডের তারকাসন্তানদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু ?…

বলিউডের তারকাসন্তানদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু ?…

0

বলিউডের তারকাসন্তানদের রাজত্ব শুরু হয়ে গেছে বেশ আগেই। টাইগার শ্রফ, আথিয়া শেট্টি থেকে জাহ্নবী কাপুর, সারা আলী খান, অনন‍্যা পাণ্ডে-একে একে অভিনয় জগতে পা রেখে ফেলেছেন অনেকেই। অনেকে বাকিও রয়েছেন। কিন্তু অভিনয় বাদ দিলে তারকা সন্তানদের পড়াশোনার দৌড় কত দূর তা কি জানেন ? আলিয়া থেকে কারিনা বা সোনম, অভিনয়ে আসার আগে কে কতটা পড়াশোনা করেছেন চলুন তা জেনে নেই-

আলিয়া ভাট– কফি উইথ করনের সৌজন‍্যে আলিয়ার বুদ্ধি সম্পর্কে এর আগেই ধারণা হয়েছে সবার। ভারতের প্রধানমন্ত্রীর নাম ভুল বলে তুমুল সমালোচিত হতে হয়েছিল তাঁকে। আলিয়া স্কুল পাস করার পর আর পড়াশোনার দিকে ঝোঁকেননি। তার পরেই চলে আসেন অভিনয়ে। যমুনাবাঈ নারসি স্কুল থেকে পাস করেন আলিয়া।

সোনম কাপুর– স্কুল পাস করার পর সিঙ্গাপুরে থিয়েটার ও আর্টস পড়তে যান সোনম। তারপর লন্ডনে ইকোনমিকস ও পলিটিক‍্যাল সায়েন্স পড়তে যান তিনি। কিন্তু অজ্ঞাত কারণে সেখানকার পড়া শেষ হওয়ার আগেই তিনি ফিরে আসেন মুম্বাই।

কারিনা কাপুর খান– স্কুল পাস করার পর দুবছর কমার্স নিয়ে পড়াশোনা করেন করিনা। তার পরেই ঢুকে যান অভিনয়ে। এগোয়নি আর পড়াশোনা।

কারিশমা কাপুর– কারিনার বড় বোন কারিশমা স্কুলের পড়াশোনাও শেষ করেননি। জানা যায়, অভিনেত্রী হওয়ার স্বপ্নে মাত্র ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়েই বলিউডে প্রবেশ করেন তিনি। অর্থাৎ মাত্র সিক্স পর্যন্ত কারিশমার দৌঁড়।

সোনাক্ষী সিনহা– শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী স্কুলের পড়া শেষ করার পর ফ‍্যাশন ডিজাইনিং নিয়ে পড়েন। বলিউডে ফ‍্যাশন ডিজাইনার হিসেবেই কাজ করার ইচ্ছা ছিল তাঁর।

সালমান খান– স্কুল পাস করার পর আর পড়াশোনা করেননি বলিউডের ভাইজান। বান্দ্রার সেন্ট স্ট‍্যানিসলস হাই স্কুল থেকে পাস করেন তিনি। অভিনয়ে যেহেতু একের পর সুপারহিট ছবি উপহার দিতে শুরু করলেন, তখন আর পড়াশোনার বিষয়টি সামনে এগোয়নি।

অনন‍্যা পাণ্ডে– ধীরুভাই আম্বানি ইন্টারন‍্যাশনাল স্কুল থেকে পাস করেন অনন‍্যা। এখনো কলেজের গণ্ডি পেরোতে পারেননি তিনি।

শ্রদ্ধা কাপুর– প্রথমে মুম্বাই, সেখান থেকে আমেরিকার একটি স্কুল। তারপর বোস্টন ইউনিভার্সিটিতে ভর্তি হলেও মাঝপথেই পড়াশোনা ছেড়ে বলিউডে প্রবেশ করেন শ্রদ্ধা।

করন জোহর– প্রথমে মুম্বাইয়ের গ্রিনলস হাই স্কুল, তারপর এইচ আর কলেজ অব কমার্স অ্যান্ড ইকোনমিকসে ভর্তি হন করন। এরপর বলিউডে অভিনেতা হিসেবে পা রাখেন তিনি।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *