fbpx
হোম রাজনীতি ববি হাজ্জাজের বিরুদ্ধে ‘জয় বাংলা’ শ্লোগান বিকৃতির অভিযোগ
ববি হাজ্জাজের বিরুদ্ধে ‘জয় বাংলা’ শ্লোগান বিকৃতির অভিযোগ

ববি হাজ্জাজের বিরুদ্ধে ‘জয় বাংলা’ শ্লোগান বিকৃতির অভিযোগ

0
গত ১০ মার্চ হাইকোর্ট এক আদেশে বলেছেন ‘জয় বাংলা’ এখন থেকে জাতীয় স্লোগান।
বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে থাকা সেই স্লোগান বিকৃতির চেষ্টায় প্রপাগাণ্ডা ছড়িয়ে যাচ্ছেন বলে ‘জাতীয়বাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম’র চেয়ারম্যান ববি হাজ্জাজের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। জানা যায়, বিভিন্ন অনুষ্ঠানে সরাসরি বক্তব্য দেওয়া শেষে ‘জয় বাংলা’ না দিয়ে ‘জয় বাংলাদেশ’ বলে স্লোগান দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে দেওয়া বিভিন্ন পোস্টে ‘জয় বাংলাদেশ’ স্লোগান ব্যবহার করেন ববি হাজ্জাজ। বাদ রাখেননি ইউটিউবও। ইউটিউবে প্রকাশ করা নিজের বেশ কয়েকটি কনটেন্টেও ‘জয় বাংলাদেশ’ স্লোগান দেন বলে অভিযোগ এসেছে।

অভিযোগ আছে, বাংলাদেশের বড় দুই রাজনৈতিক দল তথা ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপি’; উভয়কেই ‘ম্যানেজ’ করে স্লোগানের এমন বিকৃতি ঘটান ববি। ২০১৯ সালে অনুমোদন পাওয়া ববি হাজ্জাজের রাজনৈতিক দলের নাম ‘জাতীয়বাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম’। আর দলের স্লোগান করা হয় ‘জয় বাংলাদেশ’।

বিতর্ক আছে, সুইস ব্যাংক থেকে অর্থ পুনরুদ্ধারের প্রলোভনে বাগিয়ে নেন গঠনতন্ত্রে না থাকা এরশাদের ‘বিশেষ উপদেষ্টা’র পদ। ২০১৪ সালে হঠাৎ হয়ে যান এরশাদের স্বঘোষিত মুখপাত্র। এছাড়াও অনেক অভিযোগ উঠেছে ববি হাজ্জাজের বিরুদ্ধে।

মুক্তিযুদ্ধের স্লোগান বিকৃতি নিয়ে একাত্তরে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধ করা মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বলেন, ‘জয় বাংলা’ স্লোগান আমাদের জন্য শুধু একটা স্লোগানই ছিল না, যুদ্ধে বিনা ভয়ে ঝাঁপিয়ে পড়ার সাহস ছিল। আজও সেই চিন্তা করলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। অথচ কেউ কেউ বিশেষ করে যাদের মাঝে সেই চেতনা নেই তারা এই স্লোগানকে বিকৃত করার চেষ্টা করছেন ? কেন করছেন বলে প্রশ্ন তুলেন ?

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *