fbpx
হোম অন্যান্য বন্দর নগরী যেন সাগর, ট্রলার নামানোর দাবি!
বন্দর নগরী যেন সাগর, ট্রলার নামানোর দাবি!

বন্দর নগরী যেন সাগর, ট্রলার নামানোর দাবি!

0

অল্প বৃষ্টি বা জোয়ারে চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা ঘটে এবং মানুষ কষ্টে ভোগে, এমন খবরে কোনো বিস্ময় নেই। আশির দশক থেকে এই জলাবদ্ধতার সমস্যা নিরসনে বহু ধরনের প্রকল্প হাতে নেওয়া হলেও এর কোনোটিরই সুষ্ঠু বাস্তবায়ন মানুষ দেখেনি। এর মূল কারণ, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কোনো প্রকল্প বাস্তবায়ন করতে না পারার সীমাবদ্ধতা। সামান্য বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর কিছু কিছু এলাকা হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিতে তলিয়ে যায়।

এ জলাবদ্ধতার কারণে সড়কে যান চলাচল কমে যায়। ফলে নগরবাসীকে পড়তে হয় চরম দুর্ভোগে। রবিবার মধ্য রাত থেকে শুরু হওয়া এই বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ নিয়ে সংশ্লিষ্ট বিভাগের ওপর নগরবাসী ক্ষুব্ধ। তবে এ জলাবদ্ধতার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এবং চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরস্পরকে দুষছে। আগে যেখানে বৃষ্টি থেমে যাওয়ার পরপরই পানি নেমে যেতো সেখানে এখন বৃষ্টি শেষ হওয়ার দুই তিন ঘণ্টা পরও পানি নামছে না। বৃষ্টির দুই ঘণ্টা পরে গিয়েও নগরীর হালিশহর বিশ্বরোড এলাকায় জলাবদ্ধতা দেখে জানান এক ভুক্তভোগী ব্যক্তি।

সরেজমিন ঘুরে দেখা গেছে, বৃষ্টিতে নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, দুই নম্বর গেইট, হালিশহর, অলংকার , আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকাসহ অধিকাংশ নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। বর্ষা মৌসুম শেষে নগর জীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনলেও জলাবদ্ধতার দুর্ভোগ তা কেড়ে নিয়েছে। শুধু সড়কে নয়, অলিগলি উপচে বাসা বাড়ি ও দোকানপাটেও ঢুকছে পানি। ফ্লাইওভারের নিচেও হাঁটু পানি জমেছে। বৃষ্টি শেষ হয়ে যাওয়ার দুই ঘণ্টা পরও অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা ছিল।

এ অবস্থায় বন্দরীকে অনেকেই সাগর হিসেবে অভিহিত করেছেন । নগরবাসাীর কেউ কেউ ব্যঙ্গ করে নগরীতে ট্রলার নামানোর দাবিও করেছেন ।

Like
Like Love Haha Wow Sad Angry
1

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *