fbpx
হোম রাজনীতি বঙ্গবন্ধুর বিপ্লবী বাক্য মনে করিয়ে দিয়ে হুঁশিয়ারি ডা. জাফরুল্লাহ’র
বঙ্গবন্ধুর বিপ্লবী বাক্য মনে করিয়ে দিয়ে হুঁশিয়ারি ডা. জাফরুল্লাহ’র

বঙ্গবন্ধুর বিপ্লবী বাক্য মনে করিয়ে দিয়ে হুঁশিয়ারি ডা. জাফরুল্লাহ’র

0

মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনার লুকোচুরি বন্ধ করেন। আপনাকে আপনার পিতার অমর বাণীটি স্মরণ করিয়ে দিতে চাই- ‘আর দাবায়ে রাখতে পারবা না’।

আজ বুধবার (৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশে দেয়া বক্তব্যে এসব কথা ব‌লেন নাগরিক সমাবেশের সভাপতি ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ।

তিনি বলেন, আপনার পিতা সিরাজুল হক সাহেব সত্যের জন্য যেকোনো সময় সত্য কথা বলতে ভয় পাননি। তাহলে আপনি কেন সত্য কথা বলতে ভয় পান ? আজকে আমার সকল কথা আপনার পছন্দ নাও হতে পারে। যদি আমার কথায় আপনি ক্ষুব্দ হয়ে থাকেন তাহলে আমার নামে একটি মামলাও করতে পারেন। মামলা করার সময় ৫ হাজার টাকা কোর্ট ফি দিতে ভুলবেন না।

তিনি বলেন, আজ কিশোরের যে রায়টি দিয়েছেন সেটি  ‘অসম্পূর্ণ রায়’। যারা সংবিধান ভঙ্গ করেছেন, যারা সংবিধান লংঘন করেছেন, তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন। এটি আপনার দায়িত্বের মধ্যে পড়ে।

পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ডা. জাফরুল্লাহ বলেন, আমরা ক্ষমতায় গেলে প্রত্যেকটি পুলিশ সদস্যকে এসপি পদমর্যাদা‌ পর্যন্ত যাওয়ার সুযোগ-সুবিধা করে দেব। আপনাদের ছেলেমেয়েদের লেখাপড়ার সুব্যবস্থা করে দেব। আপনারা সরকারের পাশে নয়, আমাদের পাশে, জনগণের পাশে থাকুন।

এ সময় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর প্রমুখ।

Like
Like Love Haha Wow Sad Angry

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *