fbpx
হোম অন্যান্য বঙ্গবন্ধুর নাম করে কোটি টাকা এখন প্রতারকের পকেটে
বঙ্গবন্ধুর নাম করে কোটি টাকা এখন প্রতারকের পকেটে

বঙ্গবন্ধুর নাম করে কোটি টাকা এখন প্রতারকের পকেটে

0

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু আন্তর্জাতিক দুঃস্থ‍ ও প্রতিবন্ধী সোসাইটি নামে সহযোগিতা করার বিভিন্ন আশ্বাস দিয়ে দুস্থ ও প্রতিবন্ধীদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র।

কথিত এ সংগঠনটির সভাপতি শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মাদলা গ্রামের জাহাঙ্গীর মন্ডল (৪৫)। তেমন লেখা পড়া না জানা এ ব্যক্তি সাংসারিক জীবনে জীবিকার তাগিদে রিক্সা চালানোসহ মাঠে ঘাটে বিভিন্ন ধরনের কাজ করেছেন। হটাৎ সব কাজ ছেড়ে দিয়ে হয়ে ওঠেন সমাজ সেবক। গড়ে তোলেন ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক দুস্থ ও প্রতিবন্ধী সোসাইটি’ নামের একটি সংগঠন।
তার দাবি এটি মাননীয় প্রধানমন্ত্রী’র কন্যা সায়মা ওয়াজেদ পুতুল ও শেখ রেহানার নিজস্ব সংগঠন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংগঠনের মাধ্যমে সরকারি সকল সুযোগ সুবিধা প্রদান করবেন। এই সংগঠনের তিনি সিরাজগঞ্জ জেলা এবং ভারতের কোলকাতার চেয়ারম্যান। মহামান্য রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পীকার, বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সেনাপ্রধান, পুলিশ প্রধান, দেশের অনেক ব‍্যাংকের চ‍েয়ারম‍্যানসহ গণ্যমান্য আরও অনেকেই তার কমিটির উপদেষ্টা।

জানা যায়, খুব অল্প সময়ের মধ্যেই জেলা জুড়ে সংঠনের সদস্য বানিয়েছেন লক্ষাধিক। প্রতিবন্ধী, দুস্থ, অসহায়, বৃদ্ধ, স্বামী পরিত্যক্ত, কৃষকসহ, দরিদ্র শ্রেণির মানুষেরাই তাদের প্রধান টার্গেট। বিধবাদের বিধবা কার্ড করে দেওয়ার আশ্বাস, বয়স্কদের বয়স্ক ভাতা , ভূমিহীনদের দেখাচ্ছেন বাড়ি করে দেওয়ার স্বপ্ন, যার ঘর নেই তাকে সরকারি ভাবে পাকা ঘর করে দেওয়ার কথা বলছেন, যার চাকরি নেই তাকে অল্প টাকায় সরকারি চাকুরি দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে দ্রুত বৃদ্ধি করছেন সংগঠনের সদস্য। এর জন্য প্রত‍্যেকের কাছ থেকে সদস্য ফি বিবদ নিচ্ছে ২০০ থেকে ৫০০ টাকা। এক সাথে এত পরিমান সদস্যদের থেকে সংগৃহীত কোটি টাকা আত্মসাৎ করেছেন একাই। এদিকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে মানুষের টাকা নিয়ে সদস্য করে তাদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

এদিকে, দীর্ঘদিন কোন প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় সহজ সরল মানুষগুলোর মধ্যে হতাশা দেখা দিয়েছে । সংগঠনের সাথে জড়িত নামগুলোর প্রতি সৃষ্টি হয়েছে বিরুপ ধারণা। বঙ্গবন্ধুসহ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর নাম জড়িয়ে সংগঠন বানিয়ে সাধারণ মানুষের সাথে এমন প্রতারনামূলক কাজ কিছুতেই মানতে পারছেন না স্থানীয় জনসাধারণ, সুশীল সমাজ এবং সচেতন মহল।

এ বিষয়ে জাহাঙ্গীর মন্ডলের সাথে কথা বলার জন্য শাহজাদপুর বাসস্ট্যান্ডের অফিস এবং গ্রামের বাড়ির কোথাও তাকে না পেয়ে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি। তার প্রতিবেশীরা জানায়, কিছুদিন আগেও জাহাঙ্গীর মন্ডল মাটি কাটার কাজ ও রিকশা চালিয়ে সংসার চালিয়েছেন, কিন্তু এখন তার চলাফেরা দেখে মনে হয় সে আলাদিনের চেরাগ পেয়েছে। তারা জানান, এই জাহাঙ্গীর মন্ডল ঢাকায় কোটি ঢাকার একটি ফ্ল‍্যাট কিনেছেন।

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহাকে অবহিত করলে তিনি জানান, এভাবে বঙ্গবন্ধু, মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নাম ব‍্যাবহার করে প্রতারণা গুরুতর অপরাধ। বিষটি খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ জানান, এধরনের ঘৃণ্য অপরাধের জন্য প্রতারণায় জড়িত সবার বিরুদ্ধে দ্রুত ব‍্যবস্থা নেওয়া হবে।

Like
Like Love Haha Wow Sad Angry
11

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *